ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে কটাক্ষের শিকার মাধুরী

মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৯:৪৩ | আপডেট: ৩০ মে ২০২৪ | ২২:৩৪
মাধুরীর সৌন্দর্য, অভিনয় আর নাচে মুগ্ধ হননি, এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। তাই বর্ণাঢ্য ক্যারিয়ারে মাধুরী যা কিছুই করেছেন, তা অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু অভিনেত্রীর নিজস্ব চিন্তাধারা, ব্যক্তিমত যে অনেকেই সমর্থন করেন না, এবার তারই প্রমাণ পাওয়া গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অল আইস অন রাফা’ লেখার কারণে রীতিমতো নেটিজেনদের রোষানলে পড়তে হলো এই বলিউড ডিভাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডের বেশকিছু তারকা ‘অল আইস অন রাফা’ বাক্যটি লিখেছেন। উদ্দেশ্য একটাই, বিশ্ববাসীকে জানানো যে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সমর্থন করছেন তারা।
প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর স্পষ্ট লিখেছেন, ‘পৃথিবীর সব শিশুর ভালোবাসা, নিরাপত্তা ও শান্তিতে থাকার অধিকার রয়েছে।’
তাদের এই পোস্টের পর মাধুরীও ফিলিস্তিনিদের সমর্থনে লিখেছিলেন, ‘আল আইস অন রাফা’। কিন্তু লেখার পর তা আবার মুছে ফেলেছেন এ অভিনেত্রী; যা নিয়ে অনেকেরই প্রশ্ন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের সমর্থনের কথা লিখে অভিনেত্রী আবার তা মুছে ফেললেন কেন? তাহলে কি মাধুরীর সবকিছুই মেকি? এসব প্রশ্ন ঘিরেই রীতিমতো রোষানলে পড়েছেন এই বলিউড সুপারস্টার।
- বিষয় :
- মাধুরী দীক্ষিত