ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ক্রিকেট নিয়ে আফসানা মিমির ওয়েব ছবি

ক্রিকেট নিয়ে  আফসানা মিমির ওয়েব ছবি

আফসানা মিমি ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ১৪:১১ | আপডেট: ০১ জুন ২০২৪ | ১৪:১৪

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির নির্মাণে ওয়েব ছবি ‘অফ দ্য মার্ক’ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। টেলিছবিটি পারিপার্শ্বিক বাধা অতিক্রম করে ছোট শহরের একজন কিশোরের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে নির্মিত। এর দৈর্ঘ্য ৭২ মিনিট। 

আফসানা মিমি বলেন, “নির্মাণের বিভিন্ন মাধ্যম উন্মোচিত হলেও শিশু-কিশোরদের নিয়ে এখন খুব বেশি কাজ হয় না। তাদের কথা মাথায় রেখেই আমি ‘অফ দ্য মার্ক’ নির্মাণ করেছি। এটি একটি পারিবারিক কন্টেন্ট। আমার মনে হয়, শিশুদের জন্য আমাদের আরও কন্টেন্ট বানানো দরকার। এখন পেপার খুললেও নানা মন খারাপের গল্প দেখি, পর্দা খুললেও এসব মন খারাপের গল্প ভালো লাগে না। একটু ফ্রেশ চিন্তার প্রয়োজন আছে।”

 মিমির নতুন সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। এতে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুম, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ। খুব সাধারণভাবে নির্মাণ করা ‘অফ দ্য মার্ক’-এ জীবনের সুখ-দুঃখের গল্প খুঁজে পাবেন দর্শকরা। 

আরও পড়ুন

×