হানিমুন প্যাকেজে দুই বন্ধুর অদ্ভুত অভিজ্ঞতায় ‘ওহ হানি’

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ১৪:০২
অফিসিয়াল পিকনিক থেকে লটারিতে কক্সবাজারের একটি রিসোর্টে হানিমুন প্যাকেজ জেতে অবিবাহিত সাগর। তারপর প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পথে এলে সুযোগ থাকায় সাগর ও তার বন্ধু, দুজন মিলে রওনা হয় কক্সবাজারে। এরপর হানিমুন প্যাকেজে দুই বন্ধুর যে অভিজ্ঞতা, মূলত তাই উপজীব্য করে তৈরি হয়েছে নাটক ‘ওহ হানি’!
তানিন রহমানের চিত্রনাট্যে ও নাট্য পরিচালক হাসান রেজাউলের নির্মাণে খুব শিগগিরই আসছে নাটকটি আসছে জাগো এন্টারটেইনমেন্টে। আর নাটকটির মূল গল্প লিখেছেন হোসাইন মোহাম্মদ সাগর। নাটকের জন্য লেখা এটিই তার প্রথম গল্প বলে জানান সাগর। এর আগে তিনি জাতীয় পর্যায়ে ‘ইস্পাহানি সেরা মূহুর্তে গল্প’ ও ‘জাগো নিউজ বিয়ে শাদির গল্প’ লেখা প্রতিযোগিতায় গল্প লিখেও বিজয়ী হন।
‘ওহ হানি’ নাটকটিতে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন চলতি প্রজন্মের অভিনয়শিল্পী আবু হুরায়রা তানভীর ও আইশা খান। এছাড়া আরও রয়েছেন নাসরিন আনু, জয়নাল জ্যাক, আজম খান, মাইম হাসান, রাব্বি এবং অন্যান্যরা।
নাটকটি নিয়ে পরিচালক হাসান রেজাউল ও গল্পকার হোসাইন সাগর বলেন, ‘বাস্তব অভিজ্ঞতার আলোকে এই নাটকটি অন্যান্য নাটকের তুলনায় বেশ ভিন্ন। আমাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি ও আঙ্গিক তুলে ধরা হয়েছে এই নাটকটিতে, যা আগে সেভাবে আমাদের সামনে আসেনি। বিশেষ করে একটি হানিমুন প্যাকেজকে কেন্দ্র করে দুটো ছেলে বন্ধুর একটা ট্যুর, সেটার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের যে গল্প, সেখান থেকেই আমরা এই নাটকে দর্শকদের জন্য নতুন কিছু তুলে আনতে চেয়েছি। এছাড়া প্রেম-ভালোবাসা আর বন্ধুত্বের দারুন মিশেলে এই নাটকটি দর্শকনন্দিত হবে বলেই আমরা প্রত্যাশা করি।
আজ (৬ জুন) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে। এর পরদিন জাগো এন্টারটেইনমেন্টসের ব্যানারে ইউটিউবে মুক্তি পাবে।
- বিষয় :
- আইশা খান
- আবু হুরায়রা তানভীর