ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এবার কি বিয়েটা হচ্ছে, মুখ খুললেন রুক্মিণী মৈত্র

এবার কি বিয়েটা হচ্ছে, মুখ খুললেন রুক্মিণী মৈত্র

দীপক অধিকারী দেব ও রুক্মিণী মৈত্র

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪ | ১৮:৩১ | আপডেট: ০৭ জুন ২০২৪ | ১৮:৩৫

টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের সঙ্গে তার প্রেমের বিষয়টি বোদহয় কারও অজানা নয়। এইতো কদিন আগেও সামাজিক মাধ্যমে তাদের বিয়ের খবর ছড়িয়েছিল। এরপর ভোটের মাঠে দীপক অধিকারী দেবের হ্যাটট্রিক জয়। এরই মধ্যে খবর- এবার তাদের চার হাত এক হচ্ছে। কিন্তু দেবের নির্বাচনের পরই বিয়ে নিয়ে মুখ খুললেন রুক্মিণী।

বিয়ের প্রসঙ্গে রুক্মিণী বলেন, ‘ওহ গড! বারবার দেবের সঙ্গে বিয়ের কথা হচ্ছে। এটা যে কোথা থেকে আসছে জানিনা! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগনি। যেহেতু ‘আমাইরা’-র সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।’

নিজের বিয়ে নিয়ে তিনি বলেন, ‘যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না, বোধহয়– সেই বছর বিয়েটা করে নেব। আর আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ‌্যাম রেডি টু গেট ম‌্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি।’

রুক্মিণীর ভাষ্য, ‘সবে কাজ শুরু করেছি। এত ব‌্যাস্ততা রয়েছে যে বিয়ের প্ল‌্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ‌্য।’

আরও পড়ুন

×