রেস্তোরাঁর মালিককে মারধর, সোহমের বিরুদ্ধে মামলা

সোহম চক্রবর্তী
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৪ | ১৭:৫২ | আপডেট: ১৩ জুন ২০২৪ | ১৭:৫৭
পশ্চিমবঙ্গের চণ্ডীপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ গড়াল আদালত পর্যন্ত। ওই ঘটনার পাঁচ দিন পর বুধবার অভিনেতার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা ঠুকে দিয়েছেন রেস্তোরাঁ মালিক আনিসুল আলম। হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেই আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। এ বিষয়ে শুনানি হবে শুক্রবার।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলেছে, পুলিশের কাছে আনিসুল দাবি করেছিলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরপর কলকাতা হাই কোর্টে জীবনের নিরাপত্তা ও তাকে মারধরের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আবেদন করেন তিনি।
আনিসুলের আইনজীবী বলেছেন, তার মক্কেল (রেস্তোরাঁ মালিক আনিসুল আলম) এবং তার পরিবারকে সোহম হুমকি দিচ্ছেন। পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় আনিসুল আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
শুক্রবার কলকাতার নিউ টাউনে একটি রেস্তোরাঁর দোতলায় সোহমের শুটিং চলছিল। শুটিং চলাকালে রেস্তোরাঁর মালিক আনিসুল সেখানে রাখা সোহমের গাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আনিসুলের হট্টগোল সোহমের কানে পৌঁছালে তিনি শুটিং ফেলে নিচে চলে আসেন। রেস্তোরাঁ মালিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে আনিসুলকে মারধর শুরু করেন অভিনেতা।
সোহম বলেন, ‘মালিকের অনুমতি নিয়েই ওই রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন তারা। এসময় আমার ও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল। অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয়। সেই সময়ে মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।’
অন্যদিকে আনিসুলের অভিযোগ, রোস্তোরাঁর সামনে ‘বেআইনিভাবে’ পার্কিং নিয়ে সমস্যা শুরু হয়। সোহম রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। কথা কাটাকাটির সময় সোহম রেস্তোরাঁর কর্মচারীদের মারধর করেন।
জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা কি উচিত হয়েছে? এই প্রশ্নের উত্তরে সোহম বলেন, ‘মানুষ হিসেবে আত্মসম্মানে আঘাত লেগেছিল। তাই ঘটনাটা ঘটে গিয়েছে। এখন অনুশোচনা হচ্ছে।’
- বিষয় :
- সোহম চক্রবর্তী