ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শাকিব আমাদের মতোই সহজ মানুষ, তবে অনেকটা অন্তর্মুখী: নাবিলা

শাকিব আমাদের মতোই সহজ মানুষ, তবে অনেকটা অন্তর্মুখী: নাবিলা

মাসুমা রহমান নাবিলা। ছবি:সংগৃহী

অনিন্দ্য মামুন

প্রকাশ: ২২ জুন ২০২৪ | ১৮:৫৭ | আপডেট: ২৩ জুন ২০২৪ | ১৩:০০

ঈদে মুক্তি পেয়েছে মাসুমা রহমান নাবিলা অভিনীত সিনেমা ‘তুফান’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর আয়নাবাজির পর বড় পর্দায় ফিরলেন তিনি। তাও আবার শাকিব খানের বিপরীতে। সিনেমাটিতে যুক্ত হওয়া ও শাকিব খানের সঙ্গে অভিনয়ের নানা অভিজ্ঞতা ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন তিনি।

ঈদে মুক্তি পেয়েছে আপনার অভিনীত ‘তুফান’ রেসপন্স কেমন পাচ্ছেন?
এককথায় অসাধারণ। মুক্তির দিন থেকেই হলে হলে যাচ্ছি। দর্শকদের রেসপন্স দেখে আমি তো অবাক। মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে দেখলাম দর্শকরা মিছিল নিয়ে সিনেমাটি দেখতে আসছে। সিনেমাটিতে শাকিব খান নায়ক। তাই সিনেমাটি যখন শুরু করি, তখনই ভাবছিলাম দর্শকদের রেসপন্স দারুণ হবে। তবে সেটা এ পরিমাণে হবে তা ভাবনায় ছিল না। 

দর্শকদের এ রেসপন্সটা কি শুধু শাকিব খানের জন্য হচ্ছে?
‘তুফান’-এ শাকিব খানই প্রাণ। তিনি তো বাংলাদেশের সুপার স্টার। তাঁর বিশাল শ্রেণির একটা ফ্যানবেজ রয়েছে। তাঁর ছবি মুক্তি পেলেই তারা সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়বে এটাই স্বাভাবিক। আগেও এ চিত্র দেখা গেছে। ‘তুফান’ ছবির ব্যতিক্রম হলো শাকিব খানের ভক্তরা তাঁকে যেমন দেখতে চান এ ছবিতে তেমন চরিত্রেই তাঁকে হাজির করেছেন পরিচালক রায়হান রাফী। আর এ কথা বলতে দ্বিধা নেই শাকিব খানের জন্যই দর্শকদের এতটা উপচেপড়া ভিড়। সঙ্গে বলতে হবে, সিনেমা ভালো না হলে এ দর্শকরাই কিন্তু নাক ছিটকাতেন। তাই বলতে হবে, সিনেমাটিও ভালো হয়েছে। এ সিনেমার প্রত্যেক শিল্পীই দারুণ পারফর্ম করেছেন।

 

হলে হলে ঘুরছেন কেমন অভিজ্ঞতা হচ্ছে এতে?
দেখুন, ৮ বছর আগে যখন আয়নাবাজি মুক্তি পায় তখন কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা এমন ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমেরও এতটা প্রভাব ছিল না। এখন চিত্র বদলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমা নিয়ে তুমুল চর্চা হয়। তুফানের বেলায় সেটা মারাত্মকভাবে উপলব্ধি করলাম। আমরা হলে হলে ঘুরছি আর বিচিত্র রকম অভিজ্ঞতা হচ্ছে। এক মহিলা তো আমাকে পেয়ে বললেন তাঁর ইচ্ছে আমাকে একবার জড়িয়ে ধরবেন। দর্শকদের এমন আরও অনেক ভালোাবাসা সরাসরি হলে উপস্থিতি হয়ে পেয়েছি, অনুভব করেছি।

তুফানে যুক্ত হলেন কীভাবে?
প্রথম যখন ‘তুফান’ ছবির সংবাদ সম্মেলন করে। তখন একটা গেট টুগেদার হয়। আমিও গিয়েছিলাম সেই গেট টুগেদারে। সেখানেই পরিচালক রায়হান রাফীর সঙ্গে দেখা হয় আমার। তখন রাফী আমাকে তাঁর অফিসে যেতে বলেন, জানান আমাকে নিয়ে তিনি ওই ছবির জন্য ভাবছেন। পরে তাঁর অফিসে যাওয়ার পর আমাকে চিত্রনাট্য ধরিয়ে দিয়ে পড়তে বলেন। চরিত্রটি আমার পছন্দ হয়। আমিও রাজি হয়ে যাই।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তাঁর ‘তুফান’-এর লুকটা ছিল। বাস্তবেও শাকিব খান বেশ সুন্দর। তিনি তো আমাদের দেশের স্টার, সুপারস্টার। বলা যায় ধরাছোঁয়ার বাইরে থাকেন তিনি। তাঁকে কোথাও সহজে দেখা যায় না। তবে উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। তবে অনেকটা অন্তর্মুখী মানুষ তিনি। শুটিংয়ের প্রথম দিন খুব একটা কথা হয়নি। শুধু হাই-হ্যালোই হয়। পরে ধীরে ধীরে আমাদের মধ্যে কথা হতে থাকে। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছিল। তিনি আমাকে শুটিংয়ে বেশ সাহায্য করেছেন। শট ভালো হলে প্রশংসা করতেও কার্পণ্য করেননি। 

‘তুফানে’ আপনার আয়নাবাজির নায়ক চঞ্চল চৌধুরীও আছেন। দ্বিতীয় ছবিতেও প্রথম ছবির নায়ক থাকার বিষয়টি কেমন ছিল?
বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। তবে মজার বিষয় হচ্ছে, ‘তুফান’-এ চঞ্চল ভাই থাকলেও শুটিংয়ে তাঁর সঙ্গে আমার কোনো সিকোয়েন্স ছিল না।

আরও পড়ুন

×