ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১২ তারকাশিল্পী নিয়ে সৃজিতের নতুন ছবি শুটিং শেষ, এল ফার্স্ট লুক

১২ তারকাশিল্পী নিয়ে সৃজিতের নতুন ছবি শুটিং শেষ, এল ফার্স্ট লুক

পরমব্রত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১৫:১৬

ঘোষণার পর থেকেই সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি নিয়ে দর্শকের কৌতূহল শেষ নেই। ছবির জন্য টালিপাড়ার ১২ জন তারকা অভিনেতাকে কাস্টিং করেছেন। সম্প্রতি, ছবির শুটিং শেষ করেছেন পরিচালক।

সৃজিত এই ছবির শুটিং করার সময় শোনা গিয়েছিল, ছবির নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। তবে প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ছবিটির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি। শিগগিরই এই ছবিটির মুক্তির দিনক্ষণ প্রকাশ্যে আসবে।

বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ১৯৮৬ সালের ‘এক রুকা হুয়া ফয়সলা’ ছবিটি সৃজিতের অনুপ্রেরণা। তবে তার তৈরি চরিত্ররা উঠে এসেছে সমাজের ভিন্ন স্তর থেকে।

এই ছবিতে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যমকে সৃজিত জানান, ‘শুটিং শেষ। এ রকম অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে আমার প্রথম কাজ। পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম।’

আরও পড়ুন

×