মাধুরী যে কারণে বিপাকে পড়লেন

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ১৩:৩০
পাকিস্তানি আবাসন ব্যবসায়ী রেহান সিদ্দিকী আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে যোগ দেওয়ার জন্য সম্প্রতি চুক্তি করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আর এই বিষয়টি নিয়েই বিপাকে পড়েছেন বরেণ্য এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসছে আগস্টে টেক্সাসের হিউস্টন শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন রেহান। সেখানেই মাধুরীর পারফর্ম করার কথা। কিন্তু ব্যবসায়ী রেহানের বিরুদ্ধে নাকি জঙ্গি ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। আর সেই কারণেই সে ভারতে নিষিদ্ধ। ফলে এই ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়েই বিপাকে পড়েছেন মাধুরী। যদিও বিষয়টি নিয়ে মাধুরী এখনও কিছুই বলেননি।
ভারতে নিষিদ্ধ ব্যক্তির সঙ্গে মাধুরীর কাজের বিষয়টি সামনে নিয়ে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষ্যকার সুনন্দা বশিষ্ঠ। তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে মাধুরীর সমালোচনা করেন এবং পাশাপাশি মাধুরী যাতে সেই আয়োজনে উপস্থিত না হন সেই দাবিও করে তিনি লিখেছেন ‘আইএসআই-এর তালিকাভুক্ত একজন পাকিস্তানি আবাসন ব্যবসায়ীর সঙ্গে কাজ করার কী অর্থ? অভিনেত্রী নিজে কিংবা তাঁর পরিবারের কি কেউ এ বিষয়ে জানাতে পারবেন? দেশের নিরাপত্তার কথা ভেবে মাধুরীর এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া উচিত নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সুনন্দার এই পোস্টটি ভাইরাল হয়। অনেকেই সেই পোস্টে মাধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। প্রায় সবাই মাধুরীকে সেই অনুষ্ঠান বয়কট করার আহ্বান জনিয়েছেন।
- বিষয় :
- মাধুরী দীক্ষিত