সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘা বাইন চরিত্রের অনুপ্রেরণায় নাটক

‘এক্কা দোক্কা’ নাটকের একটি দৃশ্য
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ১৩:৩৫ | আপডেট: ০১ জুলাই ২০২৪ | ১৪:৫৯
উপেন্দ্রকিশোর রয় চৌধুরীর গোপী গাইন বাঘা বাইন দুই চরিত্র নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘এক্কা দোক্কা’। বাংলাদেশ টেলিভিশনে [বিটিভি] আজ থেকে সপ্তাহে ৩ দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে এটি। রচনা ও নির্দেশনায় আশরাফী মিঠু। প্রযোজনায় ইয়াসির আরাফাত।
নাটকের গল্পে দেখা যায় দুই বন্ধু এক্কা-দোক্কা। এক্কা গায়েন। শখের গান করেন। গান গেয়ে মহাপণ্ডিত হবার বাসনা তাঁর। দোক্কা শখের বাদক। ঢোল বাদক। বাজনার বও জানে না। ভূতের দেওয়া বর জুতা পায়ে দিয়ে দেশ-দেশান্তরে ঘুরতে ঘুরতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে এসে পড়েছে তারা। বাহ! কি আজব দেশ লোকে লোকারণ্য, ছুটোছুটি, টানাহেঁচড়া, টিকিট নিয়ে মানুষের বিড়ম্বনা ইত্যাদি। এর মাঝেই একজন দালাল ছুটে এসেছে ওদের দু’জনকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে– একজন টানে তো আরেকজন অন্য গাড়িতে তুলে বসিয়ে দিয়েছে– তারা জানে না তারা কোথায় যাচ্ছে! দু’জনেরই ত্রাহি অবস্থা। গাড়িতেই আবার সংগীতপ্রিয় কয়েকজন লোক ছিল, তারাও জাপটে ধরেছে এক্কা-দোক্কাকে তাদের গান শোনাতে হবে। অবশেষে বেচারাদের আর উপায় থাকল না– গান শুরু করতে হলো। গানের মাঝেই দোক্কা খেয়াল করেছে, তাদের পায়ের চটি নেই। তারা গাড়ি থামানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে– কিন্তু সুপারভাইজার শুনছে না, সংগীতপ্রিয় লোকজনও কথা শুনছে না। শেষে অনেক অনুনয়-বিনয় করে গান শুনিয়েই তাদের পথের মাঝে নামিয়ে দেওয়া হলো। অচেনা জায়গা। তার মধ্যে বেচারাদের পায়ের চটি নেই কী করবে? পেটে ক্ষুধা। খাবারের কোনো ব্যবস্থা নেই। দোকানপাটও চেনে না উপায় কী? দু’জনই হতাশ হয়ে গাছতলায় বসে পড়ে। একটু ঘুম চলে এসেছে– এরই মাঝে একজন তাদের খেয়াল করে।
চুপি চুপি এসে পুটুলী, ঢোলটা চুরি করার উপায় খোঁজে। দোক্কা টের পায়। চুপচাপ থাকে। যেইনা পুটুলিটা নিতে যাবে, অমনি ধরে ফেলে। চোরও ধূরন্ধর, সে তাদের সঙ্গে মিল দিয়ে ফেলে। দোক্কা দেখে ভালোই হলো–লোকটাকেতো ভালোই মনে হয়। আর তা ছাড়া তারাও তো কিছু চেনে না জানে না; বরং একে সঙ্গে রাখলেই তাদের জন্যে ভালো– সবকিছু চিনে দেখে চলা যাবে। তারপর থেকে তাকেও তাদের সঙ্গী করে নিল। এরপর থেকে চালাক চোরটি যত কাণ্ড করে সব দোষ গিয়ে পড়ল ঐ এক্কা-দোক্কার ওপর। আর একের পর এক অঘটন সব ঘটতে লাগল।
এতসব অঘটনের চোটে বেচারারা তাদের চটিজুতার শোকে পাথর হয়ে গেল। পাগলের মতো জুতাজোড়া খুঁজতে শুরু করল। এভাবেই এগিয়ে যায় গল্প। এতে অভিনয় করেছেন রওনক হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ রানা, সাবরিনা প্রমি, হোসেন নীরব, রেহনুমা ঐশী, ফারুখ আহমেদ, খায়রুল আলম টিপু, মোহাম্মাদ বারি, রিয়া চৌধুরী, তপন হাফিজ, হাফিজুর রহমান সবুজ প্রমুখ।
- বিষয় :
- ধারাবাহিক নাটক
- নাটক
- বিটিভি