প্রিয় অভিনেতা মোশাররফ, যাদের সমর্থনে অভিনেতা হয়ে উঠলেন ইয়াশ

ইয়াশ রোহান। ছবি:সংগৃহীত
এমদাদুল হক মিল্টন
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১৮:৩০ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ১৮:৫৪
মাদকাসক্ত তরুণ ‘বৃত্ত’; যাঁকে সবকিছুর বিনিময়ে সুস্থ করে তুলতে চান তাঁর প্রেমিকা ‘ইতি’। বৃত্ত একটু একটু করে সুস্থ হওয়ার পথে হাঁটলে দুই পরিবারের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ইতি ও বৃত্তের পাওয়া না পাওয়া ভালোবাসার গল্প নিয়ে ইতিবৃত্ত নাটকটি নিয়ে চলছে আলোচনা। আলোচনার কেন্দ্রে রয়েছে ‘বৃত্ত’। চরিত্রটিতে অভিনয় করেছেন তারকা অভিনেতা ইয়াশ রোহান। নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও রোমান্টিক গল্পের নাটকে ইদানীং তাঁকে বেশি দেখা যায়।
রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ইতিবৃত্ত’ নাটকে ইয়াশের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। তিনি দুই বছর আগে বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। যদিও সিনেমাটি এখনও মুক্তি পায়নি। এবার তিনি ইয়াশের সঙ্গে জুটি বাঁধলেন। নাসির খানের লেখা নাটকটি সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে।
ইয়াশের কাছে প্রথমেই প্রশ্ন ছিল আপনার অভিনীত ‘ইতিবৃত্ত’ নাটকটি দর্শক কেন দেখছেন? উত্তরে তিনি বলেন, ‘দেখুন দর্শকের কাছে একটি কাজ যখনই গ্রহণযোগ্য হয় যখন তাঁর গল্প ও চরিত্র ভালো লাগে। আমার কাছে গল্প ও চরিত্র গুরুত্বপূর্ণ। অসাধারণ গল্পের নাটকের চরিত্রটি পছন্দ হয়েছে বলেই কাজটি করেছি। অনেক মাদক নিরাময়কেন্দ্রে চিকিৎসা দেওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব কম দেওয়া হয়। সেখানে নাটকের গল্পে মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে গল্পে। এ ছাড়া, গল্পে রয়েছে বাস্তবতার ছাপ। সঙ্গে বার্তাও দেওয়া রয়েছে। দর্শক সারপ্রাইজড হয়েছে দর্শনা বণিককে দেখে। সব মিলিয়ে দর্শকের কাছে কাজটি পছন্দ হয়েছে।’
অভিনেতা যোগ করে আরও বলেন, ‘সব অভিনয়শিল্পী খুব মন দিয়ে কাজটি করেছেন। নিজেও প্রচুর পরিশ্রমও করেছি। মনে হয়েছিল কাজটি সবার ভালো লাগবে। ওই জায়গা থেকে খুব আশাবাদী ছিলাম। এখন খুবই ভালো লাগছে নাটকটি দর্শক দেখছেন বলে। আমাদের আশা পূরণ হয়েছে।’
দর্শনার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? ‘দর্শনার সঙ্গে এটি আমার প্রথম অভিনয়। মনেই হয়নি প্রথম কাজ করেছি। উত্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় মাত্র চার দিন একসঙ্গে আমাদের কাজ হয়েছে। বেশ পেশাদারি একজন শিল্পী দর্শনা। টাইমলি সেটে এসেছেন। কাজের ব্যাপারে ডেডিকেশন আছে। বেশ সহযোগিতাপরায়ণও।’ বললেন ইয়াশ ।
টেলিভিশন দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করলেও পরে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করছেন ইয়াশ রোহান। বড় পর্দায় তাঁর অভিষেক হয় ‘স্বপ্নজাল’ দিয়ে। এরপর ‘পরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ‘পরাণ’ সিনেমা দিয়েও দর্শকদের নজর কাড়েন এই অভিনেতা। সিনেমা ও ওটিটিতে সাফল্য পেলেও টিভি ও ইউটিউবকেন্দ্রিক নাটকে এখন তাঁকে বেশি দেখা যায়। আরও কয়েক মাস নাটকেই ব্যস্ত থাকবেন বলে জানান এ অভিনেতা।
বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি সবখানে কাজ করছেন–কোন মাধ্যমে কাজ করতে স্বাছন্দ্য খুঁজে পান? ‘একজন অভিনেতা সবখানেই অভিনয় করতে পারেন। বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি বিষয় নয়। আমি একটি ইউটিউবের জন্য নাটক করতে গেলেও ওখানে অভিনয় করি, ফিচার ফিল্মেও একই কাজ করছি। অভিনয়টাই আমার কাছে মুখ্য। মাধ্যমে যেটিই হোক ভালো অভিনয় করে নিজেকে প্রমাণ করতে পারলে দর্শক মনে রাখেন। ইয়াশ রোহান এবং অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে অনেক নাটকেই একসঙ্গে দেখা যাচ্ছে। ইয়াশ-তটিনী কী জুটি হতে চলেছে? অভিনেতার ভাষ্যে, ‘এটি নির্ভর করে সম্পূর্ণ দর্শকের ওপর। তারা যদি আমাদের জুটিকে একসঙ্গে দেখতে চায় আমরা একেক পর এক কাজ করতে থাকব। দর্শক আমাদের কাজ তো বেশ গ্রহণ করছে। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করলে কাজের বোঝাপোড়াটাও ভালো হয়।’
দীর্ঘদিন কোনো নতুন সিনেমায় কাজের খবরও দিচ্ছেন না ইয়াশ। জানালেন, শিগগিরই নতুন কাজ নিয়ে কথা বলবেন। ওয়েব মাধ্যমের নতুন কাজ নিয়েও জানাবেন সেসময়। নন্দিত অভিনয়শিল্পী মোশাররফ করিম ইয়াশের প্রিয় অভিনেতা। মোস্তাফিজ নূর ইমরানের কাজও ভালো লাগে তাঁর। মা আর বড় ভাই সব সময়ই অভিনয়ে তাঁকে সমর্থন করতেন বলে অভিনয়ে এতটা পথ পাড়ি দিতে পেরেছেন এ অভিনেতা।
- বিষয় :
- ইয়াশ রোহান
- অভিনেতা
- বাংলা নাটক