এন্ড্রু কিশোরের প্রথম প্লেব্যাক আজও মুক্তি পায়নি !

এন্ডু কিশোর ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪ | ১৮:০১ | আপডেট: ০৬ জুলাই ২০২৪ | ১৮:২২
‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে খ্যাতি পাওয়া কণ্ঠশিল্পী এন্ডু কিশোরের প্রথম প্লেব্যাক আজও মুক্তি পায়নি। গল্পটি ১৯৭৭ সালের। এন্ড্রু কিশোর তখনও রাজশাহীতে থাকেন। সেখানে থেকেই ঢাকায় এসে আলম খানের সুরে নির্মাতা শিবলী সাদিকের ‘মেইল ট্রেন’ সিনেমার জন্য গান করেন। তা-ই ছিল গায়কের প্রথম প্লেব্যাক। গানটির শিরোনাম ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’। সেই সিনেমা কখনো মুক্তি পায়নি আজও।
ক্যারিয়ারের প্রথম গান মুক্তি না পাওয়ার সেই ধাক্কা কীভাবে সামলেছিলেন, এ বিষয়ে এক সাক্ষাৎকারে এন্ড্রু কিশোর বলেছিলেন, ‘ছবিতে প্রথম গান রিলিজ হয়নি। তবুও আমি আশা ছাড়িনি। বিশ্বাস ছিল একদিন হবেই।’
এরপরই মূলত পরিচালক বাদল রহমানের শিশুতোষ চলচ্চিত্র ‘এমিলের গোয়েন্দা বাহিনী’তে যুক্ত হয়েছিলেন এন্ড্রু কিশোর, যা ছিল তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত।
প্রয়াত এই গায়ক এক সাক্ষাৎকারে জানান, পরিচালক বাদল রহমানের সঙ্গে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আলম খানের ছিল অনেকটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাদল রহমানের শিশুতোষ এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ ছবিতে মিসেস আলম খানের অনুরোধে আমাকে দিয়ে ‘ধুমধাড়াক্কা ধুম’ গানটি গাওয়ান। এটিই ছিল আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। মিসেস আলম ভাবি যদি সে সময় আমাকে এতটুকু সহযোগিতা না করতেন তবে হয়তো বা আমাকে আজও অনেক পেছনেই পড়ে থাকতে হতো। আমি সত্যিই তার প্রতি কৃতজ্ঞ।
গুণী এই শিল্পীর জন্ম ১৯৫৫ সালের ৪ নভেম্বর। তাঁর পিতা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মাতা মিনু বাড়ৈ। শৈশব-কৈশোর কেটেছে জন্মস্থান রাজশাহীতেই। সেখানেই গানের ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর তত্ত্বাবধানে ‘সুরবাণী’ গানের স্কুলে সংগীতের প্রাথমিক শিক্ষা নেন তিনি।
২০২০ সালের এ দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। আজ এই শিল্পীর চতুর্থতম মৃত্যুবার্ষিকী।
- বিষয় :
- এন্ড্রু কিশোর