ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীকে স্ত্রী সায়রা বানুর খোলা চিঠি!

দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীকে স্ত্রী সায়রা বানুর খোলা চিঠি!

দিলীপ কুমার ও তার স্ত্রী সায়রা বানু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ২১:০৬ | আপডেট: ০৭ জুলাই ২০২৪ | ২১:১১

২০২১ সালের ৭ জুলাই মারা যান বলিউডের ট্র্যাজেডি কিং হিসেবে পরিচিত দিলীপ কুমার। সে হিসেবে আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকী। দিলীপ কুমারকে লেখা সায়রা বানুর একটি চিঠি প্রকাশ্যে এসেছে। যেখানে স্বামীকে নিয়ে তাঁর মনের কথা লিখেছেন সায়রা। যা রীতিমতো ভাইরাল। সায়রা বানু চিঠিতে লিখেছেন, তিনি সবসময়ই ইউসুফ খানের হয়ে থাকবেন। জীবনের নানা ওঠাপড়ার মাঝেও তিনি শক্ত হাতে সম্পর্ককে বাঁচিয়ে রেখেছেন।

সায়রা বানুর কাছে দিলীপ কুমার কেবল একজন দুর্দান্ত অভিনেতাই ছিলেন না। তার সত্যিকারের পথপ্রদর্শক এবং জীবনসঙ্গীও বটে। তিনি নিজেকে শুধুমাত্র তাঁর মাধ্যমেই সম্পূর্ণ বলে মনে করেছিলেন। সায়রা সবসময় বলেছিল দিলীপ সাহেব তার পরিপূরক এবং তার চলে যাওয়ার পরেও তিনি তাঁর উপস্থিতি অনুভব করেন।

চিঠিতে সায়রা বানু লেখেন- প্রিয় ইউসুফ জান, যাই হয়ে যাক না কেন আমরা এখনও একসঙ্গে হাতে হাত রেখে চলব। আমরা চিন্তার মাধ্যমে একসঙ্গে থাকব এবং যতদিন সময় থাকবে ততদিন একসঙ্গে থাকব। আমার দিনগুলো যেন থেমে গিয়েছে। প্রতিটি মুহূর্ত আমাদের ঐক্যের সাক্ষী। আমি প্রায়ই একসঙ্গে ভাগ করা ভালোবাসা এবং জীবন সম্পর্কে চিন্তা করি। কারণ, এটি এখনও আমাদের সম্পূর্ণ করে তোলে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি তোমাকে এই জীবনে পাওয়ার সৌভাগ্য লাভ করেছি এবং তিনি আমার প্রতি দয়া করেছেন। ঈশ্বরকে বলি, আমি যেন চিরকাল শুধু তোমারই থাকতে পারি। তোমার প্রিয় সায়রা বানু খান।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saira Banu Khan (@sairabanu)

 

এছাড়া ভারতীয় গণমাধ্যম এই সময়ের সঙ্গে আলাপকালে সায়রা জানিয়েছেন, দিলীপ সাহেব যখন শ্যুটিংয়ে যেতেন, তখন হোটেলে না থেকে গেস্ট হাউজে থাকতেন। শুধু তাই নয়, সেটে ক্রু মেম্বারদের প্লেট থেকে খাবার খেতেন তিনি। সায়রা বানু যখন ১২ বছর বয়স, তিনি দিলীপ কুমারের প্রেমে পড়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বড় হয়ে তাঁকে বিয়ে করবেন। এই প্রতিটা মুহূর্ত ভাগ করে মনজয় করে নিয়েছেন সকলের অভিনেত্রী। শুধু তাই নয়, অনেকে এমন নানা স্মৃতিমধুর গল্পও শুনতে চেয়েছেন।

আরও পড়ুন

×