মিম-পরীমণি-পূজাকে নিয়ে একমঞ্চে শাকিব

পরীমণি, শাকিব খান, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ১৯:৩১
ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান। অভিনয়ের পাশাপাশি করছেন ব্যবসাও। বছরের শুরুতে নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের প্রথম সারির শিল্পীরা। শনিবার ঢাকার একটি হোটেলে বিদ্যা সিনহা মিম, পরীমণি, পূজা চেরি, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে শুরু করলেন নতুন একটি কর্মসূচি। যার নাম ‘আপনজন’।
এদিন লোগো উন্মোচন করে নতুন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৩ জন খুচরা ব্যবসায়ীকে আপনজন হিসেবে বরণ করে নেন তারা।
এ সময় শাকিব বলেন, রিমার্ক শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আমি, আপনি, আমাদের সহকর্মীবৃন্দ সবাই এ পরিবারেরই এক একজন সদস্য। সুবিধা-অসুবিধায় একজন আরেকজনের পাশে থেকে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়াই এ পরিবারের মূল উদ্দেশ্য। আর সে লক্ষ্যে চালু হল ‘আপনজন’ প্রোগ্রাম। ফলে আমাদের পরিবারের সেসব সদস্য যারা সারা দেশের মানুষের কাছে আমাদের পণ্য পৌঁছে দিচ্ছেন সে ব্যবসায়ীগন উপকৃত হবেন।
এর আগে ঢাকায় আয়োজিত একটি ফ্যাশন শোতে র্যাম্পে হেঁটেছিলেন শাকিব খান। তার সঙ্গে দেখা গিয়েছিল পরীমণি, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরীকে। এবারও অভিনেতার সঙ্গে একমঞ্চে দেখা গেল এই নায়িকাদের।
- বিষয় :
- শাকিব খান
- বিদ্যা সিনহা মিম
- পরীমণি
- পূজা চেরী