সেই শোভনের সঙ্গেই সোহিনীর বিয়ে হয়ে গেল

শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১২:২৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১২:৩৯
"শোভনকে স্বামী হিসেবে গ্রহণ করলাম", রেজিস্ট্রি পেপারে সই করে একথাই বললেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। এরপরই উল্লাসে চিৎকার করে উঠলেন উপস্থিত সকলেই। কলকাতা থেকে অল্প দূরেই সেজে উঠেছিল বিয়ের আসর। কাছের মানুষদের নিয়ে ছিমছামভাবেই বিয়ে সারেন সোহিনী-শোভন। সুন্দর এই মুহূর্তের সাক্ষী ছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। টলিউডের আরও কয়েকজন গিয়েছিলেন বিয়েতে।
এদিন বিয়েবাড়ির সাজে বিশেষ আড়ম্বর ছিল না। গামছা, বেড়া আর কুলো দিয়ে সাজানো হয়েছিল বিবাহবাসর। মেরুণ রঙের বেনারসি পরেন সোহিনী। আর শোভনের পরনে ছিল ম্যাচিং ধুতি-পাঞ্জাবি। দর্শনা পরেছিলেন হলুদ শাড়ি। সৌরভ সাজেন সবুজ পাঞ্জাবি ও ধুতিতে। ছিলেন সোহিনীর কাছের বন্ধু ইন্দ্রাশিস রায়। তারই পাশে দেখা যায় প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। সোহিনীর পাশে বসেছিলেন অঙ্কিতা চক্রবর্তী।
সোহিনী ও শোভনের বিয়েতে হাজির ছিলেন ঊষসী চক্রবর্তী। নবদম্পতির সঙ্গে ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী লেখেন, "মনে রাখার মতো সন্ধ্যা আর না ভোলার মতো স্মৃতি।"
বিয়ের পোশাকে "দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে", বিয়ের পোস্টে এমনটাই লিখেছেন সোহিনী সরকার। এই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইশা সাহা, রোশনি ভট্টাচার্য, শ্রীতমা ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, সাহানা বাজপেয়ী, রুকমা রায়, অঙ্গনা রায়, ঋদ্ধিমা ঘোষ।
গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের । যিশু সেনগুপ্তর তত্ত্বাবধানে এক রবীন্দ্রসন্ধ্যা উদযাপনের অজুহাতে। বছর ঘুরে বৃষ্টি নামতেই হল শুভ পরিণয়। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টিও নাকি হয়েছিল। শোভন আর সোহিনী দুজনই বাঙালি খাবার খুব পছন্দ করেন। তাই বিয়ের মেনুতে নাকি বাঙালি পদকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
সূত্রের খবর মানলে, বিয়ের পরের দিন বউভাতও ঘরোয়াভাবেই সারবেন অভিনেত্রী-গায়ক। জমজমাট রিসেপশনের আয়োজনও হবে। তবে তা হবে শীতকালে। মনে করা হচ্ছে, সেই অনুষ্ঠানে টলিউডের আরও অনেক তারকাদের উপস্থিতি থাকবে।
প্রসঙ্গত, শোভন ও সোহিনী দু’জনেই এর আগে ছিলেন অন্য সম্পর্কে। রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে শোভনের সঙ্গে প্রেম ছিল গায়িকা ইমন চক্রবর্তীর। এরপর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কের শোভনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। গত বছর অভিনেতা যিশু সেনগুপ্ত আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে আলাপ হয় সোহিনী-শোভনের। এরপর গড়ে ওঠে বন্ধুত্ব, যা ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। সবশেষে ইউরোপ সফরে গিয়ে প্রেমকে পরিণয়ের পথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।
- বিষয় :
- সোহিনী সরকার
- বিয়ের অনুষ্ঠান
- অভিনেত্রী