ভাইয়ের মরদেহ আনতে আজই যুক্তরাষ্ট্র যাচ্ছেন হামিন আহমেদ

ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪ | ১৪:৫২ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ | ১৫:০১
জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম দুই কাণ্ডারি শাফিন আহমেদ ও হামিন আহমেদ। সম্পর্কে আপন ভাই তারা। জীবদ্দশায় ব্যান্ডটি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের শেষ ছিল না। মুখ দেখা দেখিও বন্ধ ছিল তাদের! কিন্তু মৃত্যু সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দিল। আজ ভোর ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্টের ভার্জিনিয়াতে মৃত্যু বরণ করলেন শাফিন আহমেদ। আর এর সঙ্গে সমাপ্তি ঘটল বাংলা ব্যান্ড জগতের উজ্জল এক অধ্যায়ের।
হামিন আহমেদ সমকালকে বলেন, ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শোটা ক্যানসেল করা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানান অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু শাফিন আর ফেরেনি।
বর্তমানে শাফিনের মরদেহ ভার্জিনিয়ার সেই হাসপাতালেই রয়েছে বলেও জানান হামিন। ছোট ভাইয়ের মরদেহ দেশে ফেরাতে আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিবেন হামিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন, সব দেখছেন। আমি আজই (বৃহস্পতিবার) সেখানকার উদ্দেশে রওনা হবো এবং পৌঁছে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করব।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা।
- বিষয় :
- হামিন আহমেদ
- শাফিন আহমেদ