শাফিন আহমেদের জীবনের শেষ ক’টা দিন

শাফিন আহমেদ
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১২:৪০ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ | ১৩:৩১
গত ৯ জুলাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গানে গানে শ্রোতা মাতানোর কথা ছিল তাঁর। শুরুটাও হয়েছিল দারুণ। কিন্তু দ্বিতীয় কনসার্টের মঞ্চে আর ওঠা হলো না তাঁর। তার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন।
২০ জুলাই ভার্জিনিয়ার একটি স্টেজ শোতে গাওয়ার কথা ছিল শাফিন আহমেদের। সব ঠিকঠাক ছিল। কিন্তু অনুষ্ঠানের দিন হঠাৎ শাফিন আহমেদের অসুস্থতায় পরিকল্পনা পাল্টাতে হয় আয়োজকদের। সেদিন একই মঞ্চে গান পরিবেশন করেন দেশের আরেক সংগীতশিল্পী সামিনা চৌধুরী। তিনি গান শুরুর আগে মঞ্চে থাকা এলইডি পর্দায় এক ভিডিও বার্তা নিয়ে হাজির হন শাফিন আহমেদ।
হাসপাতালের বিছানা থেকে ভিডিওর মাধ্যমে শাফিন আহমেদ বলেন, ‘আজ কনসার্টে আপনাদের সাথে দেখা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে আসতে হয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছি। আপনাদের সাথে হয়তো আজ আর দেখা হচ্ছে না। দুঃখিত আমার সব শ্রোতা এবং ভক্তদের কাছে, একই সঙ্গে আয়োজকদের কাছেও। আগামীতে নিশ্চয় আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।’
জানা গেছে, এই ভিডিও বার্তার বেশ কয়েক ঘণ্টা পর শাফিন আহমেদের গুরুতর হার্ট অ্যাটাক হয়। এরপর তিনি আর কারও সঙ্গে কথা বলতে পারেননি। পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যমতে, শাফিন আহমেদকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। গতকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভার্জিনিয়ার সেই হাসপাতালের চিকিৎসক, এমনটাই জানিয়েছেন বড় ভাই দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড তারকা হামিন আহমেদ।
তিনি বলেন, ‘২০ জুলাই ভার্জিনিয়ায় গান গাওয়ার কথা ছিল শাফিনের। সব ঠিক ছিল। অনুষ্ঠানের দিনই শাফিনের খারাপ লাগা শুরু করে। একটা পর্যায়ে খারাপ লাগা বাড়তেই থাকে। একটা পর্যায়ে নিজের নিয়ন্ত্রণ রাখতে না পেরে শাফিন সবার সামনে পড়ে যায়। হোটেল রুমে থাকা আয়োজকেরা ঘাবড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কেন এমনটা হয়েছে, তা জানার চেষ্টাও করা হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। ভার্জিনিয়ার স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে আবার অ্যাটাক হয়, সেটা ম্যাসিভ ছিল। ৫-৭ মিনিট একেবারে অচেতন ছিল। এরপর সিপিআর করে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা হয়। সিপিআর শেষে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখান থেকে আর ফেরানো গেল না তাকে।’
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে প্রথমবার ভারতে হার্ট অ্যাটাক হয় শাফিন আহমেদের। ওই হার্ট অ্যাটাকও মেজর ছিল। সেটা নিয়ন্ত্রণে আসে নিয়মিত চিকিৎসার মাধ্যমে। এরপর কক্সবাজার এবং ঢাকার কেরানীগঞ্জেও দু’বার হার্ট অ্যাটাক হয় শাফিনের। তাঁর চিকিৎসকরা তাঁকে মানসিক চাপ নেওয়া এবং বিমান ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিলেন। কিন্তু গানের টানে সেই চাপ কিংবা বিমান ভ্রমণ থেকে নিজেকে সরাতে পারেননি গানপাগল মানুষটি।
- বিষয় :
- শাফিন আহমেদ
- সংগীতশিল্পী