আমেরিকায় হলো শাফিন আহমেদের প্রথম জানাজা

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪ | ১৮:৩২
গত ২৫ জুলাই আমেরিকার ভার্জিনিয়ায় মারা গেছেন ব্যান্ড কিংবদন্তি শাফিন আহমেদ। সেখানে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রথম জানাজা।
ভার্জিনিয়ার দার আল নূর ইসলামিক কমিউনিটি মসজিদে শুক্রবার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় জানাজা সম্পন্ন হয়েছে। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন শাফিনের ছেলে আযরাফ রাকিন আহমেদ ওজি।
শনিবার বেলা ৩টার দিকে তিনি বলেন, ‘বাবা কবে নাগাদ দেশের মাটি স্পর্শ করতে পারবে, তা আমরা আগামীকাল বলতে পারব। ইতিমধ্যে বাবার প্রথম জানাজা হয়েছে ভার্জিনিয়ার দার আল নুর মসজিদে। প্রায় দুই হাজার মানুষের উপস্থিতি ছিল।’
শাফিন আহমেদ ৯ জুলাই যুক্তরাষ্ট্রে যান। সেখানে একটি কনসার্টে অংশ নেন তিনি। ভার্জিনিয়ায় গত ২০ জুলাইয়ে আরেকটি কনসার্টে অংশ নেওয়া আগেই অসুস্থ হয়ে পড়েন। ২৫ জুলাই বাংলাদেশ সময় ভোরে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি ব্যান্ড তারকা।
এদিকে শাফিনের মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তাঁর ভাই হামিন আহমেদ। বনানীতে বাবা সুরকার কমল দাশগুপ্তের কবরে তাঁকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন শাফিনের ছেলে আযরাফ ওজি। পাশেই আছে শাফিনের মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর।
- বিষয় :
- শাফিন আহমেদ