ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সোমবার ঢাকায় আসবে শাফিনের মরদেহ, মঙ্গলবার দাফন

সোমবার ঢাকায় আসবে শাফিনের মরদেহ, মঙ্গলবার দাফন

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ১৩:৩৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ | ১৪:১৬

গত ২৫ জুলাই আমেরিকার ভার্জিনিয়ায় মারা গেছেন ব্যান্ড কিংবদন্তি শাফিন আহমেদ।  ২৬ জুলাই  যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রথম জানাজা। এবার তাঁর মরদেহ দেশে আনার পালা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় দেশে আসার কথা রয়েছে শাফিনের মরদেহ। পরদিন মঙ্গলবার (৩০ জুলাই) বাদজোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন। যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম।

পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হরা হয়েছে কুলখানির বিষয়েও। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে উড়ে গেছেন শাফিন আহমেদ। দ্বিতীয় কনসার্ট ছিলো ২০ জুলাই, ভার্জিনিয়ায়। সেই শোয়ের মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বসন্তের এই রকার। হাসপাতালে ভর্তি, লাইফ সাপোর্ট এবং ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৯ মিনিটে পাড়ি জমান না ফেরার দেশে

তার এই অকাল প্রস্থানে রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী ডা. রুমানা দৌলা, তিন পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে। সঙ্গে অগুনতি ভক্ত-বন্ধু-স্বজন।

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মার কাছে নজরুলগীতি। এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সংগীত শুরু করেন। দেশে ফিরে দুজনেই যুক্ত হন মাইলস ব্যান্ডের সঙ্গে। যা পরবর্তীতে বাংলাদেশের অন্যতম সফল ব্যান্ড হিসেবে স্বীকৃতি পায়। যদিও গেল কয়েক বছর দুই ভাইয়ের আর্থিক বিবাদে মাইলস ছেড়ে নতুন দল গড়েন শাফিন। নাম রাখেন ‘ভয়েস অব মাইলস’।

শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি।
 

আরও পড়ুন

×