ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘অ্যানিমেল’ নিয়ে সমালোচনা, প্রথমবার যা বললেন রণবীর

‘অ্যানিমেল’ নিয়ে সমালোচনা, প্রথমবার যা বললেন রণবীর

রণবীর কাপুর ও তৃপ্তি দিমরি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ১৫:০৬ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ | ১৫:১০

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুর ও তৃপ্তি দিমরির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে তৃপ্তি দিমরি কথা বললেনও এতোদিন কোনো কথা বলেননি রণবীর। অবশেষে নিখিল কামাথের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রণবীর। ‘অ্যানিমেল’ নিয়ে সমালোচনা ছাড়াও কথা বলেছেন নানা প্রসঙ্গে।

আমি তাঁদের সঙ্গে একমত নই, তবে জীবনের এই পর্যায়ে এসে কারও সঙ্গে বিতর্কে জড়াতে চাইনি। আমার কাজ যদি পছন্দ না হয়, তাহলে দুঃখ প্রকাশ করে এটাই বলতে পারি, পরের বার আরও ভালোভাবে চেষ্টা করব।

সাক্ষাৎকারে রণবীর বলেছেন, এসব সমালোচনা তাঁর ক্যারিয়ার এগিয়ে নিতে ভূমিকা রাখবে। তবে ‘অ্যানিমেল’ নিয়ে অনেকে ভুলভাবে ব্যাখ্যাও করেছেন।

রণবীরের ভাষ্য, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্য কিছু একটা দরকার হয়। যখন আপনি একটি সিনেমাকে “নারীবিদ্বেষী” তকমা লাগিয়ে দেন, তখন সব পরিশ্রম বৃথা হয়ে যায়। এ ক্ষেত্রে সন্দীপ যেহেতু আগে “কবীর সিং” বানিয়েছেন, সে সিনেমাটিও এমন সমালোচনার শিকার হয়; ফলে এবার বিষয়টি সহজেই ছড়িয়ে পড়ে।’

‘অ্যানিমেল’কে ‘নারীবিদ্বেষী’ তকমা দেওয়ায় নিজের হতাশা প্রকাশ করে রণবীর আরও বলেন, ‘এটা সত্যি না (নারীবিদ্বেষী), সাধারণ দর্শক সিনেমাটি পছন্দ করেছেন। তবে এমন অনেক মানুষ আছেন, যাঁদের সঙ্গে দেখা হওয়ার পর বলেছেন, “তোমার সিনেমাটি করা উচিত হয়নি। তোমার এ সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে।” সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই এ কথা বলেছেন। আমি তাঁদের কাছে ক্ষমা চেয়ে বলেছি, এমনটা আর হবে না। আমি তাঁদের সঙ্গে একমত নই, তবে জীবনের এই পর্যায়ে এসে কারও সঙ্গে বিতর্কে জড়াতে চাইনি। আমার কাজ যদি পছন্দ না হয়, তাহলে দুঃখ প্রকাশ করে এটাই বলতে পারি, পরের বার আরও ভালোভাবে চেষ্টা করব।’

‘অ্যানিমেল’ এখন ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি। তবে এ সিনেমায় অভিনয়ের আগে রণবীর কিছুটা ভয়ে ছিলেন।

অভিনেতার ভাষ্যে, ‘আমি বরাবারই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চাই। সামাজিক বার্তা আছে, এমন সিনেমা করেছি, গুড বয় চরিত্র করেছি, রোমান্টিক চরিত্র করেছি; কিন্তু এটা ছিল খুবই সাহসী চরিত্র। ভয়ে ছিলাম, দর্শক হয়তো আমাকে গ্রহণ করবেন না। কিন্তু মুক্তির পর দেখলাম, দর্শকেরা অনেক আগ্রহ নিয়ে ছবিটি দেখছেন।’

আরও পড়ুন

×