ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মায়ের পাশে বাবার কবরে চিরঘুমে শাফিন আহমেদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৬:৪০ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ২২:০৩

ছিলেন বাংলা ব্যান্ড জগতের আইকন। কি স্টাইলে, কি গায়কীতে-সব দিক থেকেই তিনি ছিলেন আলাদা। গান নিয়ে কত কত দেশে যাত্রা তার। কণ্ঠে ‘ফিরিয়ে দাও’, ‘আজ জন্মদিন তোমার (একক)’, ‘চাঁদ তারা সূর্য’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি যাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’ গানগুলো নিয়ে  চষে বেড়িয়েছেন পুরো বিশ্ব। সেই শাফিন আহমেদকে আজ শায়িত করা হলো বনানীর সাড়ে তিন হাতের এক কবরে। সেই সাথে যেনো কবর হলো বাংলা ব্যান্ড সংগীতের উজ্জল এক অধ্যায়ের। 

কোটা সংস্কার আন্দোলনের জেরে চলমান পরিস্থিতিতে দেশ থমথমে অবস্থায় আছে বেশ ক’দিন হয়।  থমথমে ছিল আজও। ঝড়ছিল গুড়ি গুড়ি মেঘ। যেনো শাফিনকে শেষ সংবর্ধনা দিতেই মেঘগুলো পড়ছিল গুলশানের আজাদ মসজিদে, বনানীর কবরস্থানে। এই বৃষ্টিতে প্রিয়জনদের চোখের পানিও ধুয়ে যাচ্ছিল যেনো। উপস্থিত শোকাহত মুখগুলোয় ফুটে উঠছিল অদ্ভুত এক বিষণ্ণতা। যে বিষণ্ণতা কেবলই শাফিনকে হারানোর, প্রিয় রকস্টারকে হারানোর।

গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হাসপাতালে মারা যান শাফিন আহমেদ। সেখান আনুষ্ঠানিকতা শেষে চার দিনের মাথায় গতকাল সোমবার শাফিনের মরদেহ আসে ঢাকায়। 
এরপর তাঁর মরদেহ গুলশানে রাখা হয়। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় শাফিনের মরদেহ নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে একে একে হাজির হন তাঁর স্বজন ও সহকর্মীরা।

শাফিন আহমেদের শেষবিদায়ে তাঁকে শ্রদ্ধা জানাতে একে একে হাজির হন তাঁর ব্যান্ড মাইলসের সব সদস্যরাও। অশ্রুসিক্ত নয়নে তাঁরা শেষ বিদায় জানান দলের প্রিয় সদস্যকে।  এ সময়  শ্রদ্ধা জানতে আসেন শাহীন সামাদ, ফোয়াদ নাসের বাবু, মাকসুদ,পিলু খান, নকীব খান, প্রিন্স মাহমুদ, শেখ মনিরুল আলম টিপু, কমল, শুভ্র দেব, কবির বকুল, লতিফুল ইসলাম শিবলী, আসিফ ইকবাল, শওকত আলী ইমন, পলাশ, আঁখি আলমগীর, রুবাবা দোলা মতিন, কানিজ সুবর্ণা, রমা, আরিফ, মুহিন, মিফতাহ জামান, সৈয়দ শহীদ, অদিত, জয় শাহরিয়ার প্রমুখ।

এখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। বনানী কবরস্থানে বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্তের কবরেই  শাফিন আহমেদকে শায়িত করা হয়। এ সময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ স্বজন ও মাইলসের সদস্যরা।   শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন। শাফিন আহমেদ পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কুলখানির বিষয়। 

শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে উড়ে গেছেন শাফিন আহমেদ। দ্বিতীয় কনসার্ট ছিল ২০ জুলাই, ভার্জিনিয়ায়। সেই শোয়ের মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বসন্তের এই রকার। হাসপাতালে ভর্তি, লাইফ সাপোর্ট এবং ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৯ মিনিটে পাড়ি জমান না ফেরার দেশে। মৃত্যুকালে রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী ডা. রুমানা দৌলা, তিন পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে। সঙ্গে অগুনতি ভক্ত-বন্ধু-স্বজন।

এক যুগেরও বেশি সময় ধরে হার্টের অসুখে ভুগছিলেন শাফিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এই নন্দিত শিল্পী।
 

আরও পড়ুন

×