ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘এত প্রাণ ঝরবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি’

‘এত প্রাণ ঝরবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি’

মামুনুর রশিদ। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৩২ | আপডেট: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৩৪

কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে দেশের শিল্পীসমাজ। তারা এরইমধ্যে নানারকম কর্মসূচিতে অংশ নিয়েছেন। কথা বলছেন। প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদ জানানো শিল্পীদের মধ্যে আছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদও। তিনি দৃশ্যমাধ্যমের ব্যানারে ফার্মগেটে ও রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে শিল্পীদের শান্তি সমাবেশে অংশ নিয়েছিলেন। 

চলমান পরিস্থিতি নিয়ে মামুনুর রশীদ বলেন, ‘শিল্পীদের সামনে, আমার সামনে যে অনিশ্চয়তা, এতগুলো প্রাণ ঝরে গেল। বিশেষ করে শিশু দুটির জন্য আমি রীতিমতো রাতে ঘুমাতে পারি না। এটা আমার বাস্তব ব্যক্তিগত অবস্থান। এর বাইরেও যেটি ঘটছে, এটিকে একটি কোটা সংস্কার আন্দোলন বলা যাবে না। এটি মূলত মানুষের অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।’

মামুনুর রশীদ আরও বলেন,

মানুষের বঞ্চনা হচ্ছে, নানান ধরনের দুর্নীতি হচ্ছে–এর বিরুদ্ধে আসলে এ প্রতিবাদ। এ প্রতিবাদে যে এত প্রাণ ঝরবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। এখনও ধরপাকর, নানান ধরনের হয়রানি করা হচ্ছে; আমি মনে করি এসব অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত।

মামুনুর রশীদ বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী, বিজিবি দিয়ে এ সমস্যার সমাধান হবে না। এই ক্ষোভ নিরসন হবে না। মানুষের কথা শুনতে হবে। সংলাপ তৈরি করতে হবে। তরুণরা কী বলতে চাইছে সেটি শুনতে হবে। ব্যাখ্যা করতে হবে এবং তার মধ্যে দিয়েই আমি মনে করি এ সমস্যার সমাধান সম্ভব।’

সমস্যা সমাধানের পথ তৈরির আহ্বান জানিয়ে এ সময় মামুনুর রশীদ বলেন, ‘যারা আন্দোলনে আছে তারা কেউ রাজনৈতিক পরিচয়ে নামেনি। আমি ফার্মগেটে দৃশ্যমাধ্যম শিল্পীদের সঙ্গেও রাস্তায় নেমেছি। আমি তো দেখেছি এখানে কেউ পলিটিক্যাল নয়। রাজনৈতিক পরিচয় কারোরই নেই। তাহলে রাজনৈতিক এমন ট্যাগ দেওয়ার বিষয়গুলো কেন আসছে? আমার মনে হয়, কারও রাজনৈতিক পরিচয় এ মুহূর্তে খোঁজে বের করার দরকার নেই। সমস্যার সমাধান করার জন্য সবারই চেষ্টা করা উচিত।’

আরও পড়ুন

×