স্বাধীন দেশের কাছে আবুল হায়াতের একটাই চাওয়া

আবুল হায়াত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪ | ১৭:১৫ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪ | ১৭:২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন। এরপরই রাস্তায় নেমে আসে লাখো মানুষ। তারা পতাকা উড়িয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করছেন। দেশের ছাত্র জনতার সঙ্গে উল্লাস করছেন বিনোদন অঙ্গনের মানুষরাও। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।
তিনি বলেন, ‘অনেক দিন পর ছেলেমেয়েরা কাঁদাল। সবার সঙ্গে আনন্দে কাঁদলাম। কী এক আনন্দ, আমি আপ্লুত হয়ে গেছি। বারবার। মনে হলো দ্বিতীয়বার স্বাধীন হলাম। দেশবাসীর জন্য এ বিরাট আনন্দের খবর। আবার বিষাদের ছায়াও ছিল মনজুড়ে। এই যে ছাত্র–জনতা আন্দোলনে প্রাণ দিল, তাদের কথা প্রতি প্রতি মুহূর্তে মনে পড়ছে। সফল এই দেশ গঠনের আন্দোলনে শিক্ষার্থী–জনতা যারা ছিল, সবাই আমাদের অহংকার।’
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন। এমনটাও ভাবছেন প্রবীণ এই অভিনেতা। এটা যেন আর নষ্ট না হয় বলেনও জানান তিনি। তার কথায়, ‘এই যে শত শত প্রাণের বিনিময়ে ২০২৪–এ আবার স্বাধীনতা পেলাম, এটা যেন আর নষ্ট না হয়। এবার যেন আমরা যুক্তিযুক্তভাবে সবকিছু ব্যবহার করতে পারি। কারণ, এর পেছনে আমাদের এবারও রক্ত ঝরাতে হয়েছে। আমরা আর কোনো নৃশংসতা চাই না। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে চাই।’
তার ভাষ্য, ‘আবার বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, পড়ার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতাকে কেউ যেন ভন্ডুল না করে। তাহলেই আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারব। স্বাধীন দেশের কাছে এটাই বড় চাওয়া। বেশ ভালো লাগছে, একটা জগদ্দল পাথর বুকের ওপর থেকে নেমে গেল।’
- বিষয় :
- আবুল হায়াত