ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাহুল আনন্দের বাড়িতে হামলা, এক কাপড়ে বাড়ি ছাড়তে হয় শিল্পীকে

রাহুল আনন্দের বাড়িতে হামলা, এক কাপড়ে বাড়ি ছাড়তে হয় শিল্পীকে

রাহুল আনন্দ

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ১৩:৫২ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ১৪:১৪

নন্দিত কণ্ঠশিল্পী ও গানের দল ‘জলের গান’-এর অন্যতম সদস্য রাহুল আনন্দের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি ভেঙে ফেলেছে সেখানে রাখা শতাধিক বাদ্যযন্ত্র। যে বাদ্যযন্ত্রগুলো শিল্পীর নিজ হাতে তৈরি এবং জলের গানের অন্য সদস্যরা সংগীত সৃষ্টিতে ব্যবহার করতেন। যার সুর-মূর্ছনায় তৈরি হয়েছে ‘এমন যদি হতো’, ‘বকুল ফুল’, ‘দূরে থাকা মেঘ’, ‘পাতার গান’, ‘পাখি গান’, ‘মানুষ ও মুখোশ’ ‘বন্ধু’, ‘ফুলকুমারী’সহ আরও বেশ কিছু অনবদ্য গান; যা শ্রোতাদের মুখে মুখে ফেরে।

স্মৃতিবিজড়িত সেসব বাদ্যযন্ত্র ভেঙে চুরমার করে ফেলা এবং শিল্পীর বাসায় অনাকাঙ্ক্ষিত হামলায় বিস্মিত হয়েছেন সংগীতাঙ্গনের অনেকেই। এ নিয়ে নিন্দা প্রকাশের পাশাপাশি প্রতিবাদেও মুখর হয়েছেন শিল্পীর সংগীত সহযোদ্ধা, শ্রোতা, অনুরাগী থেকে শুরু করে সাধারণ জনতা। তবে এ বিষয়ে রাহুল আনন্দের কাছ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জলের গানের সদস্য রানা সরোয়ার জানান, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই দুর্বৃত্তরা ছুটে এসেছিল ধানমন্ডির ৩২ নম্বর রোডে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালানোর পরই ছুটে আসে একই রোডে অবস্থিত রাহুল আনন্দের বাসায়। সবাইকে বাসা থেকে বের করে দেওয়ার পর শুরু করে তাণ্ডবলীলা। একে একে সব বাদ্যযন্ত্র ভাঙচুর করার পাশাপাশি বাড়ির সবকিছু লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় বাড়িতে আগুন দেয় তারা। শুরুতে দুর্বৃত্তদের বেশ কয়েকজন রাহুল আনন্দের গায়ে হাত তোলার চেষ্টা করেছিল। তবে কয়েকজন রাহুল আনন্দকে চিনতে পেরে শেষমেশ গায়ে হাত তোলা থেকে বিরত থাকেন।

এ নিয়ে রানা বলেন, ‘রাহুল আনন্দ কখনও কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিলেন না। এমনকি আওয়ামী লীগ সরকারের কাছে কখনও কোনো বিষয়ে সহায়তা নেননি। বরং দর্শক-শ্রোতাদের জন্যই নিবেদিত ছিলেন সবসময়। সংগীত সৃষ্টি আর মঞ্চের আয়োজন নিয়ে নিজেকে ব্যস্ত রাখতেন। এমন একজন শিল্পী বাড়িতে কেউ হামলা চালাতে পারে, তা কল্পনাও করা যায় না। মূলত তাঁর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতেই এমন ন্যক্কারজনক কাজ করা হয়েছে। শিল্পী সমাজের পক্ষ থেকে আমার সবাই এর তীব্র নিন্দা জানাই।’
 

আরও পড়ুন

×