ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ধারাবাহিক নাটকে অপূর্ব, দেখা যাবে অঘোষিত ডন চরিত্রে

ধারাবাহিক নাটকে অপূর্ব, দেখা যাবে অঘোষিত ডন চরিত্রে

অপূর্ব। ছবি:সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ১৩:০৪

ওয়েব মাধ্যমের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তারকা অভিনেতা অপূর্বর। যে কোনো উৎসব আয়োজনে  তাঁকে দেখা যায় একক নাটকে। তবে ধারাবাহিক নাটকে তিনি একেবারেই অভিনয় করছেন না। এবার নতুন ধারাবাহিক নিয়ে আসছেন তিনি। ধারাবাহিকটির নাম ‘নীল ঘূর্ণি’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

 সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হবে নাটকটি। আগামীকাল রাত ১০টায় প্রচার নাটকের প্রথম পর্ব। অপূর্ব বলেন, ধারাবাহিকটির গল্প অসাধারণ। বেশ  আগে এ ধারাবাহিকটিতে অভিনয় করেছিলাম। দর্শক এখন নাটকে যে ধরনের গল্প দেখতে চায় এটি তেমনই। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে’।  

বাদল আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে ঢাকার পুলিশ প্রশাসন। শোনা যায়, সে নাকি কক্সবাজার এসে গাঢাকা দিয়েছে। 

অনিক ও স্পর্শী হানিমুনে এসেছে কক্সবাজার। কিছুদিন হলো তাদের বিয়ে হয়েছে। সারাদিন বিচে ঘোরাঘুরি শেষে রাতে হোটেল রুমে ফিরে স্পর্শীর মাথাব্যথা। অনিক ৫ মিনিটের কথা বলে ওষুধ আনতে বাইরে যায়। কিন্তু দুই ঘণ্টা পেরোনোর পরও যখন ফেরে না, স্পর্শী চিন্তিত হয়ে হোটেল ম্যানেজারকে জানায়। বাকি রাত এভাবে দুশ্চিন্তায় কাটে। ভোরেও কোন খোঁজ পাওয়া যায় না। জলজ্যান্ত একটা মানুষ যেন মুহূর্তে হাওয়া।
 
পৃথিবীতে কিছু অবিশ্বাস্য ঘটনার নজির অতীতে ছিল..এখনও আছে। তারই জের ধরে বাদলের চেহারার সঙ্গে দেখতে অনেকটাই মিল অনিকের। তাই বাদলের অ্যান্টিপার্টি রইসের লোকেরা অনিককে বাদল ভেবে ধরে নিয়ে যায়। তাদের কাছে গোপন তথ্য ছিল, বাদল কক্সবাজারে আছে। এমন টান টান গল্পে এগিয়ে যায় নাটকের গল্প। অপূর্ব ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, এ্যানি খান, এ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।    

আরও পড়ুন

×