ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাসপাতালে তরুণীকে ধর্ষণের পর হত্যা, এবার মুখ খুললেন প্রসেনজিৎ

হাসপাতালে তরুণীকে ধর্ষণের পর হত্যা, এবার মুখ খুললেন প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ১৩:২৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ | ১৪:০৭

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে একজোট টলিউড। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন শিল্পী-কলাকুশলীরা। প্রতিবাদ স্বরূপ দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

একটি বিবৃতিতে প্রসেনজিৎ বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনায় এক মূল্যবান প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও বন্ধুরা, যাদের এই অপূরণীয় ক্ষতি হল তাদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এখন কোনও কথাই তাদের এই বেদনকে লাঘব করতে পারবে না।’

তার ভাষ্য,

আমি ভীষণভাবে এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং আর দোষীদের শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

এই ঘটনার বিচার দাবি জানিয়েছেন অপর্ণা সেন, ঋতুপর্ণা সেন গুপ্ত, স্বস্তিকা মুখার্জি, রূপা গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, রেশমি সেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনীয়া, উদয় নারায়ণসহ আরও অনেকে।

আরও পড়ুন

×