১০ ছবিতে ‘বিপ্লবী’ বাঁধন

আজমেরী হক বাঁধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ২০:১৮ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ | ২০:৪৩
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন আজমেরী হক বাঁধন। কোনো দলের হয় নয়, মূলত শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে তিনি আন্দোলনে সহমত প্রকাশ করেন।
৩০ জুলাই নিজের প্রোফাইল ছবি লাল করে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একত্বতা প্রকাশ করেন।
বাঁধন গণমাধম্যকে বলেন, ফেসবুকে প্রোফাইল ও কভার ফটোর কালার কালো করার পরেই বলা হতে থাকে, আমি সরকারের বিরুদ্ধে। এরপর আমি একটি স্ট্যাটাস দিয়ে বলি, নাগরিক হিসেবে আমি এ দেশে নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা লেখার পর থেকে নানা মহলের ফোন পাই। আমাকে এ নিয়ে বেশি কথা বলতেও নিষেধ করা হয়।’
আন্দোলনরত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পরই সশরীরে রাস্তায় নেমে আন্দোলন করেন।
শিক্ষার্থীদের গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধসহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি’তে ১ আগস্ট রাজধানীর ফার্মগেটে বৃষ্টি উপেক্ষা করে অন্দোলনে অংশ নেন বাঁধন।
বৃষ্টি উপেক্ষা করে অন্দোলনের পর বাঁধন বলেন, ‘বলা হয়েছিল, আমাকে গ্রেফতার করা হবে, কারণ আমি রাষ্ট্রদ্রোহমূলক কাজ করেছি। এগুলো বলেও যখন লাভ হচ্ছিল না, তখন বলা হয় আমাকে গুলি করা হবে। এমনও বলা হয় যে, আমাকে অ্যাসিড ছুড়ে মারা হবে। আমি তো অভিনয় করি। তাই আমাকে মেরে ফেলে কোনো লাভ হবে না! বরং অ্যাসিড ছোড়ার কথা বললে আমি হয়তো ভয় পাব। এমনকি এও বলা হয়েছে যে, রাস্তায় আমাকে পোশাক খুলে উলঙ্গ করে দেওয়া হবে, আমার বাড়িতে হামলা করা হবে।’
শুধু বাঁধন একা না। মেয়েকে নিয়েও তিনি মাঠে নেমেছিলন। যখন সারাদেশে ডাকাত আতঙ্ক চলছিল তখন বটি হাতে রাস্তায় নেমেছিলন তিনি।
৫ আগস্ট বোরকা পরে আন্দোলনে যোগ দেন বাঁধন। পরে সেনাপ্রধানের বক্তব্য শুনে আনন্দে বোরকা খুলে পতাকা জড়িয়ে ধরেন তিনি।
তিনি ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে, তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে ২০১০ সালে নিঝুম অরণ্যে নামাক একটি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ।
৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর- এ তার প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার সাফল্য অর্জন করেন । তিনি ‘সেরা অভিনেত্রী’ বিভাগে ১৪ তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (এপিএসএ) এবং নিউ ট্যালেন্ট বিভাগে হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার জিতেন তিনি।
- বিষয় :
- বাঁধন