ধর্ষণ রোধে মমতার উপদেষ্টার ১৭ পদক্ষেপ, তবুও নাখোশ মিমি-রাইমা

মিমি চক্রবর্তী ও রাইমা সেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ১৮:১৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ | ১৮:২০
আরজি কর-কাণ্ডের পর কর্মস্থলে নারীদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপ ঘোষণা কছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় রাতের কর্মস্থলে নারীদের নিরাপত্তা বিষয়ে ১৭টি পদক্ষেপের কথা জানিয়েছেন।
ভারতের আনন্দবাজার পত্রিকাকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যত দূর সম্ভব নারীদের রাতের শিফ্ট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে। তার এমন বক্তব্যের এর পরেই মিমি চক্রবর্তী একটি বার্তা দিয়েছেন।
প্রাক্তন সাংসদ মিমি লিখেছেন, ‘মেয়েকে নয়, ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে। তা হলেই নিরাপত্তা বজায় থাকবে। মেয়েকে সামলান বলা বা লেখার বদলে ছেলেকে শিক্ষিত করুন।’ মিমির এই বক্তব্য ভাগ করে নিয়েছেন অভিনেত্রী রাইমা সেন। মিমির মতই একই দাবি করেছেন রাইমা।
এর আগেও আরজি কর-কাণ্ড নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন মিমি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, আরজি কর হাসপাতালে একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হল। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে কেউ এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলেই ভয়ে মেরুদণ্ড কেঁপে ওঠে।’
এই নারকীয় ঘটনার জন্য কেউ সন্তানহারা হলেন, কারও স্বপ্ন অকালে ঝরে গেল। কোনও পরিবার অপূরণীয় ক্ষতির মুখোমুখি হল। ক্ষতিগ্রস্ত এই পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে বলেও জানান মিমি।
- বিষয় :
- মিমি চক্রবর্তী
- রাইমা সেন
- টালিউড