দ. কোরিয়ায় মূকাভিনয় করতে গিয়ে তিন নাটক বানিয়ে আনছেন পরিচালক

দ. কোরিয়ায় নাটকের শুটিং করছেন তানিয়া বৃষ্টি ও ইয়াশ।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ১৭:১৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ১৭:২৫
দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। সবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়েছে। নতুনভাবে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন মানুষরা। এই পরিস্থিতিতে দেশের সব সেক্টরেই যেনো রয়েছে থমকে। থমকে ছিল নাটক-সিনেমার শুটিংও। কিন্তু থমকে আর কতদিন থাকবে। থাকছেনও না। সিনেমা না হলেও শুটিংয়ে ফিরেছে নাটক পাড়া। তবে এই মুহুর্তে নাটকের বেশি শুটিং হচ্ছে দেশের বাইরে।
খবর এলো তিনটি নাটকের শুটিংয়ে দক্ষিণ কোরিয়া গিয়েছেন অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নির্মাতা হাসান রেজাউলের নাটকের ইউনিটে তারা দেশটিতে গেছেন ১৩ আগস্ট। তিনদিন পর থেকে শুটিং করছেন। চলতি মাসের শেষে শুটিং সেরে দেশে ফেরার কথা আছে তাদের।
দক্ষিণ কোরিয়া থেকে হাসান রেজাউল জানান নির্মাতা পরিচয়ের বাইরে তিনি একজন মুকাভিনয় শিল্পী। এ কাজে সেখানকার একটি উৎসবে যোগ দিয়েছেন তিনি। এ জন্য তাকে সেখানে দুই সপ্তাহ থাকতে হবে। তাই টিম গোছিয়ে তিনটি নাটকের শুটিং করতে শিল্পীদের একসঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়ায় উড়াল দিয়েছিলেন। এখন তি নাটকেরই শুটিং সারছেন।
তিনটি নাটকের মধ্যে আহমেদ তাওকীর গল্প ও চিত্রনাট্যে হচ্ছে 'লাভ লক', 'মনে পড়ে তোমাকে' এবং তানিম রহমানের গল্পে 'রিফ্লেকশন অব লাভ' । দ. কোরিয়ার সিওল, জিওং সিওং, ডিএমজি অঞ্চলের বিভিন্ন স্থানে শুটিং হচ্ছে নাটকগুলোর।
নির্মাতা বলেন, একেবারে পাহাড়ঘেরা প্রত্যন্ত লোকেশনে শুটিং করেছি। দুই কোরিয়ার বর্ডারেও যাওয়ার কথা রয়েছে। আটজনের ইউনিট নিয়ে শুটিং করছি। এখানে শুটিং পারমিশন নিয়ে পরিচিতরা হেল্প করছেন। এখানে শুটিং করতে অসুবিধা হচ্ছে না। বাংলাদেশী কয়েকজন থিয়েটারকর্মী সেখানে আছেন। তাদের নিয়েও শুটিং করছি। বাংলাদেশে ফিরেও কিছু অংশের শুটিং করবো।
নাট্যকার আহমেদ তাওকীর বলেন, 'লাভ লক', 'মনে পড়ে তোমাকে' দুটি গল্পই রোম্যান্টিক । এর আগে আমার লেখা একাধিক নারী প্রাধান গল্প দর্শকনন্দিত হয়েছে। এবার রোম্যান্টিক গল্প বেইজ করে নাটক দুটির প্লট সাজিয়েছি। আশা করছি দর্শকরা ভিন্নতা পাবেন এবং পছন্দ করবেন।
নির্মাতা জানালেন, নাটকগুলো শিগগিরই কোনো বেসরকারী টিভি চ্যানেরে প্রচারের পর ইউটিউবে চ্যানেল প্রচার হবে।
- বিষয় :
- ইয়াশ রোহান
- তানিয়া বৃষ্টি