দ্য ক্লিন আপ ক্রু
অবৈধ অর্থের হাতছানি

ছবি: সংগৃহীত
সাঈদ নিশান
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ১৩:১৬ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ | ১৩:১৭
অবৈধ কারবার থেকে আয় করা অর্থের অসম বণ্টন নিয়ে আবর্তিত হয়েছে ‘দ্য ক্লিন আপ ক্রু’ ছবিটির কাহিনি। সম্প্রতি মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলারধর্মী এই হলিউড মুভিটি এরই মধ্যে দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। তিন বছর আগে অবৈধ কারবারের টাকা আত্মসাৎ করতে গিয়ে একটি বাড়িতে দুটি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে সবাই হতাহত হলেও ব্যাপারটি এখনও অমীমাংসিত রয়ে গেছে। এতদিন পর এ ঘটনার তদন্তে নামে একটি সংস্থা।
তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সেই রক্তাক্ত বাড়িটি ধুয়েমুছে পরিষ্কার করার জন্য নিয়োগ দেওয়া হয় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে। তারা ধোয়ামোছার কাজ করতে গিয়ে এক পর্যায়ে সেই বাড়ির অন্ধকার প্রকোষ্ঠের একটি চিমনিতে রাখা স্যুটকেসে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পায়। তখন তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। একদিকে বিপুল পরিমাণ অবৈধ অর্থের হাতছানি, অন্যদিকে দায়িত্ববোধ–দুই দিকের টানাপোড়েন স্বল্প আয়ের পরিচ্ছন্নতাকর্মীদের দিগ্ভ্রান্ত করে তোলে।তারা এ আবিষ্কার করা অর্থ আত্মসাৎ করবে, নাকি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবে–এ নিয়ে একে অন্যের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এবং অর্থের লোভে তাদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। ক্রমশ মারমুখী হয়ে ওঠে তারা। বাইরে অবস্থান নেওয়া তদন্তকারী সংস্থা তাদের অভিব্যক্তি আঁচ করতে পেরে এ ব্যাপারে তৎপর হয়ে ওঠে এবং পরিচ্ছন্নতাকর্মীদের অনুসরণ করতে থাকে। তখন ব্যাপারটি আরও সর্পিল হয়ে ওঠে। এভাবেই ছবির কাহিনি এগিয়ে যায় পরিণতির দিকে।
জন কিয়েস পরিচালিত ‘দ্য ক্লিন আপ ক্রু’ ছবিটি একঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রীর অংশগ্রহণে বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। ম্যাথু রজার্সের কাহিনি অবলম্বনে নির্মিত এ ছবির বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অস্কার বিজয়ী মেলিসা রিও, অ্যান্তেনিও বান্দেরাস, জোনাথন রিজ মেয়ার্স, সুয়েন টেমেল, কনর মুয়েল, লেসনি ট্র্যাটন, একতেরিনা বেকার, ম্যাথিউ টম্পকিন্স প্রমুখ। ইয়েল প্রডাকশন প্রযোজিত এবং সাবান ফিল্মস পরিবেশিত ১ ঘণ্টা ৩৫ মিনিট ব্যাপ্তির এ ছবিটি ২০ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে।
- বিষয় :
- হলিউডের ছবিতে