ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হলিউডের ছবিতে

হলিউডের ছবিতে

জার্মানির ‘কনক্লেভ’ ও  যুক্তরাষ্ট্রের ‘দ্য ব্রুটালিস্ট’ এর জয়জয়কার

অস্কারে কারা জিতবেন সেই ইঙ্গিত পাওয়া যায় ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা)  বিজয়ীদের দিকে তাকালে! গত বছর দুটি আয়োজনেই সামনের সারির ছয়টি বিভাগের বিজয়ী তালিকা ছিল একই। এগুলো হলো সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রী। এবারও এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি। এবারে বাফটার ৭৮তম আসরে চারটি করে পুরস্কার জিতলো যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’ ও জার্মানির অ্যাডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’।

আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:৪৩
জার্মানির ‘কনক্লেভ’ ও  যুক্তরাষ্ট্রের ‘দ্য ব্রুটালিস্ট’ এর জয়জয়কার

সর্বশেষ