বন্যায় হেলিকপ্টার দিতে চাইলেন ইরফান, কী বললেন আসিফ-শাবনূর-তিশা-চঞ্চল

কোলাজ (সমকাল)
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ১৬:৩৩ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ | ১৭:০৬
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। এমন পরিস্থিতিতে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন অনেকে। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে একদল শিল্পীরা ভানবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন। সংগঠনটি ফান্ড সংগ্রহতের জন্যও মাঠে নেমেছে বলে জানিয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তিনি জানান, দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ বন্যকবলিত মানুষের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করছে। সেই অর্থ নিয়ে ছুটে প্লাবিত এলাকায় ছুটে যাচ্ছে। আমরা আশা করি সবাই যার যার সামর্থ মোতাবেক তাদের পাশে দাঁড়াবেন।
কণ্ঠশিল্পী আসিফ আকবর ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।’ গায়কের পোস্টের সাড়া দিয়েছেন নেটিজেনদের অনেকে। তারা যার যার অবস্থান থেকে বন্যা মোকাবিলার কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে ভানবাসী মানুষেররা যেনো সাহায্য নিতে পারে এমন কিছু নাম্বার ও তথ্য শেয়ার করেছে তার ফেসবুকে। পাশাপাশি লিখেছেন, আসুন আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাড়াই।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘বন্যার এই বিপদে আমাদের একে অন্যের পাশেই থাকতে হবে। আমরা বাংলাদেশিরা অনেক শক্তিশালী, এটি অলরেডি আমরা প্রুভ করেছি। সো লেটস প্রুভ ইট অ্যাগেইন। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালীবাসীদের জন্য এগিয়ে আসুন।’
বন্যাকবলিত জেলার কয়েকটি ছবি পোস্ট দিয়ে চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, লাখ লাখ মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
বন্যাকবলিত এলাকার করুণ চিত্র ফুটে উঠেছে এইআই দিয়ে তৈরি একটি শিশুর প্রতিকী ছবিতে। সেই ছবিটি শেয়ার দিয়ে পরীমণি লিখেছেন, ‘আল্লাহ! কী করবো আমি! বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাব!’ বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে নায়িকা লিখেছেন, ‘আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাব। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ।’
অস্ট্রেলিয়ায় বসে দেশের দুরবস্থায় ব্যথিত শাবনূর। প্রতিকী শিশুটির ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আল্লাহ, দেশের মানুষগুলোকে রক্ষা করো!’ অবুঝ ওই শিশুর ছবি প্রকাশ করে পূজা চেরী সরাসরি স্রষ্টার উদ্দেশে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘এই অবুঝ চাহনি। হে ঈশ্বর তুমি কি দেখছ না?’
অভিনেত্রী মৌসুমী নাগ কিছু লিখতে পারেননি অসহায় বিপদগ্রস্ত মুখটির দিকে তাকিয়ে। তার কীবোর্ড চিরে বেরিয়েছে আর্তনাদ। তিনি লিখেছেন, ‘ আহারে আহারে।’
দেশের পরিস্থিতিতে একটি প্রতীকী ছবিটি ফেসবুকে পোস্ট করে সৃষ্টিকর্তার কাছে সাহায্যের আবেদন করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ফেসবুকে তিনি ‘সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো।’
ইরফান সাজ্জাদ জানিয়েছেন,‘দক্ষ কোন রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই। হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয়। এজন্য দক্ষ টিম প্রয়োজন।’
- বিষয় :
- পরীমণি
- আসিফ আকবর
- বাঁধন
- তিশা
- চঞ্চল চৌধুরী