বন্যার্তদের সহায়তায় জ্বলে উঠল মঞ্চের আলো

ছবি: সংগৃহীত
এমদাদুল হক মিল্টন
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ১২:৫২ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ১৩:৪৪
এক মাসের বেশি সময় ধরে মঞ্চ নাটক প্রদর্শনী বন্ধ ছিল। আবারও শুরু হচ্ছে নাটকের মঞ্চায়ন। বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চ নাটকের জন্য খুলে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে মঞ্চপাড়া সরব হতে শুরু করেছে। কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে স্থবির হয়ে পড়েছিল বিনোদন অঙ্গন। অনেক নাটক-সিনেমার শুটিং বাতিল ও স্থগিত হয়েছে। স্থবিরতা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। রাজধানীর উত্তরা ও পুবাইলে পুরোদমে চলছে টিভি নাটকের দৃশ্যধারণ। কিন্তু এখনও জ্বলছে না মঞ্চের আলো।
মঞ্চপ্রেমীদের সুখবর দিয়েছে নাট্যদল এথিক। আজ তাদের প্রয়োজনা ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চে আনতে যাচ্ছে দলটি। বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় থাকছে কালজয়ী নাট্যকার, অভিনেতা উৎপল দত্তের নাটকটির প্রদর্শনী।
নাটকটি মঞ্চায়ন প্রসঙ্গে এথিক নাট্যদলের সভাপতি রেজানুর রহমান বলেন, “কোটা সংস্কার আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দীর্ঘদিন জ্বলেনি মঞ্চের আলো। গত ১৭ জুলাই এথিকের ‘রাজদ্রোহী’ নাটকের মঞ্চায়ন হয়েছিল। এরপর আর কোনো নাটক মঞ্চায়ন হয়নি নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। আবার আমাদের দলেরই নাটক ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চায়নের মধ্য দিয়ে আবার নাটক প্রদর্শনী শুরু হবে হলটিতে। দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। নাটকের টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সাহায্যে দেওয়া হবে। আমরা চাই সবাই যেন এসে নাটকটি দেখেন। আশা করছি, আজ নাটকটির ৮৩তম প্রদর্শনীতে বেশ দর্শক সমাগম হবে।” নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।
অভিনয়ে রয়েছেন মনি কাঞ্চন, সুকর্ণ হাসান, মিন্টু সরদার, হাসান রিজভী, মনিরুল হক ঝলক, আজিম উদ্দীন, মাহফুজা আফনান অপ্সরা প্রমুখ। এ ছাড়া আগামী ২৮ ও ২৯ আগস্ট দেশ নাট্যদল ‘পাবলিসিটি’, ‘অগ্নিগিরি’; ৩০ আগস্ট বটতলা তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বন্যথেরিয়াম’ মঞ্চায়ন করবে। মাসের শেষ দিন ৩১ আগস্ট থাকছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের নাটক ‘মেটামরফসিস’-এর মঞ্চায়ন।
মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ইব্রাহীম ফিরোজ বলেন, ‘বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটক মঞ্চায়ন শুরু হয়েছে, এটি আশার কথা। আমরা অনেক নাট্যদলের প্রধানদের সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রাখছি। চলতি সপ্তাহে বেশ কয়েকটি নাটক মঞ্চায়ন হবে। আশা করছি, আগামী মাস থেকে এখানে পুরোদমে নাটক মঞ্চায়ন হবে।’
নীলিমা ইব্রাহিম মিলনায়তন নাট্য প্রদর্শনীর জন্য খুলে দেওয়া হলেও বাংলাদেশ শিল্পকলা একডেমির মঞ্চগুলো এখনও খুলে দেওয়া হয়নি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারির পর শিল্পকলায় নাট্যকর্মীদের আনাগোনা একেবারেই কম ছিল। দেশের পরিস্থিতির স্বাভাবিক হতে শুরু করলেও জমেনি শিল্পকলার নাটকপাড়া।
একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে গত ১৬ জুলাই ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের সর্বশেষ প্রদর্শনী। ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে তা বাতিল হয়ে যায়। এরপর একে একে বন্ধ হয়ে যায় সব নাটকের শো। চলতি সপ্তাহে শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে বেশ কয়েকটি নাটক মঞ্চায়নের জন্য শিডিউল ছিল। নাট্যকর্মীরা মঞ্চে ফেরার অপেক্ষায় থাকলেও শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চগুলো কবে খুলবে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘দ্রুত মানুষের সাংস্কৃতিক জীবনে ফিরে আসা উচিত। এর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার। বর্তমান সরকার সেটি করার চেষ্টা করছে। অনেক দিন শিল্পকলায় নাটক মঞ্চায়ন হয়নি। থিয়েটারে মানুষ নাটক দেখার জন্য উন্মুখ হয়ে আছে। কাজেই শিল্পকলা একাডেমি খুলে দেওয়া উচিত বলে মনে করি। মানুষ আবার নাটকমুখী হোক– এটাই চাইছি।’
মঞ্চ সারথি আতাউর রহমান বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে অনেক দিন শিল্পকলার তিনটি হলে নাটক মঞ্চায়ন হচ্ছে না। এটা খুবই হতাশার খবর। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির মহাপরিচালক পদত্যাগ করেছেন। এখন নতুন নতুন পরিবর্তন আসবে। তখন হয়তো নাটক প্রদর্শনী শুরু হবে। খুব দ্রুত নাটক মঞ্চায়ন শুরু হোক– একজন সংস্কৃতিকর্মী হিসেবে এটাই চাওয়া।’
- বিষয় :
- মঞ্চ নাটক
- বন্যার্তদের সহায়তা