ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বন্যার্তদের পাশে দাঁড়াতে নাটক নিয়ে মঞ্চে ঢাবি নাট্য সংসদ

বন্যার্তদের পাশে দাঁড়াতে নাটক নিয়ে মঞ্চে ঢাবি নাট্য সংসদ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ১৭:৩১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ | ১৭:৩৩

বন্যাদুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহে নাটক ‘দুঃশাসন’ মঞ্চায়ন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নাট্য সংসদ। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে নাটকটি অনুষ্ঠিত হবে। নাটক থেকে অর্জিত সমস্ত অর্থ বন্যার্ত মানুষের ত্রাণ ও উদ্ধার কাজে ব্যয় করা হবে।

নাটকটির নির্দেশনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি প্রজ্ঞা চন্দ। নির্দেশনা সহকারী হিসেবে আছেন সুপ্রিয় ঘোষ ও মোশারফ খান, সংগীত ভাবনা প্রণব বালা ও নাজমুল হোসেন, মঞ্চ পরিকল্পনায় তাপস সরকার রুদ্র।

নাটকে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপস সরকার রুদ্র, মোশারফ খান, সুপ্রিয় ঘোষ, সায়র নিয়োগী, কাজী সাজ্জাদুর রহমান, এমদাদুল হক বাঁধন, জয়শ্রী চৌধুরী জয়া, বিশাখা আহমেদ ইরা, মারিয়া মালিকা, ইয়াসির আরাফাত, আশফাকুল ইসলাম, অর্ণব সোম, জিনিয়া জাফরিন খান জুঁই, ফুয়াদ হাসান প্রত্যয়, লাক মাহমুদ জাকারিয়া।

নির্দেশক প্রজ্ঞা চন্দ বলেন, থিয়েটারের অন্যতম উদ্দেশ্য মানুষের কল্যাণের জন্য কাজ করা। দেশের এই সংকটকালে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। নাটকটি উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি; যাতে আপনার সহযোগিতা আমরা অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারি।

আরও পড়ুন

×