অন্ধকারে ভূতের থেকে এখন পুরুষরা বিপজ্জনক: টুইঙ্কল

টুইঙ্কল খান্না
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ১৯:৩৭
বলিউড তারকা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না বরাবরই স্পষ্টভাষী। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কথা বলতে দ্বিধা করেন না! আরজি কর কাণ্ডের পর বর্তমান পরিস্থিতিতে দেশে নারীদের নিরাপত্তা নিয়ে পুরো দেশের মানুষ বিষয়টি নিয়ে কথা বলছে। দেশের পাশাপাশি প্রতিবাদী আওয়াজ উঠেছে আন্তর্জাতিক মহলেও। এমন কঠিন পরিস্থিতিতেও বিহার, অসম, বদলাপুরসহ বিভিন্ন জায়গায় আরও ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করছেন অক্ষয় ঘরনী।
টুইঙ্কল তার ‘মিসেস ফানি বোনস’ লিখেছেন, এই সময়ে দাঁড়িয়ে অন্ধকার রাস্তায় ভূতের মুখোমুখি হওয়া ভরাতীয় নারীদের জন্য বেশি নিরাপদ।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ সিনেমা দেখেই এই সময়ের প্রেক্ষিতে নারী নিরাপত্তা নিয়ে আবারও সরব হয়েছেন টুইঙ্কল খান্না। দিন কয়েক আগের আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল তাকেও। এই একুশ শতকে দাঁড়িয়েও একজন মহিলা হিসেবে মেয়ে নিতারাকে কী পাঠ দেন, সেকথা বলতে গিয়ে লজ্জায় ফেলেছেন সমাজের মন মানসিকতাকে।
এক মেয়ের মা টুইঙ্কল খান্না। মেয়ে নিতারাকে তিনি কী শেখান? ওই পোস্টে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীতে, এই দেশে আমার পঞ্চাশ বছর। আমাকে এখনও আমার মেয়েকে সেই একই জিনিস শেখাতে হচ্ছে, যা আমাকে ছোটবেলায় শেখানো হয়েছিল। পার্কে, স্কুলে, সমুদ্র সৈকত, কোথাও একা যাবেন না। কোনও পুরুষের সঙ্গে একা যাবেন না। এমনকী সে নিজের কাকা, তুতো ভাই বা বন্ধু হলেও। কারণ, একা গেলে তুমি আর কখনও ফিরে নাও আসতে পারো। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে টুইঙ্কল খান্নার উপলব্ধি ভারতের স্ত্রীদের কাছে এখন পুরুষরা বেশি বিপজ্জনক, ভূতেরা নয়।
- বিষয় :
- টুইঙ্কল খান্না
- বলিউড