‘আরশ-তানিয়ার জুটিটা ভেঙে যাক–আমিও তা চাই না’

তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত
রাসেল আজাদ বিদ্যু
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫০
তাসনুভা তিশা। অভিনেত্রী ও মডেল। তাঁর অভিনীত ‘পাগলপুর’সহ আরও বেশ কিছু নাটক দর্শকের মাঝে সাড়া ফেলেছে। একই সঙ্গে আলোচনায় এসেছেন ওয়েব সিরিজের কাজের মধ্য দিয়ে। অভিনয়ে নিজস্ব ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে কথা হয় তাঁর সঙ্গে–
এরই মধ্যে অসংখ্য দর্শক ‘পাগলপুর’ নাটকটি দেখে ফেলেছেন। তাদের প্রতিক্রিয়া থেকে নাটকের শক্তিশালী দিক কোনটি মনে হয়েছে?
বেশির ভাগ দর্শকের মত– গল্পই এ নাটকের মূল শক্তি। যেখানে তুলে ধরা হয়েছে, সদ্য কৈশোরের খোলস থেকে বেরিয়ে আসা এক তরুণীর লাঞ্ছিত হওয়ার ঘটনা। ফাইজা নামের সেই মেয়েটি কখনও কল্পনাও করেনি, তাঁর জীবনে এমন কিছু ঘটতে পারে। যে কারণে সে ট্রমায় চলে যায়। সেখান থেকে বেরিয়ে আসতে পারে না শুধু কাছের মানুষদের ভুল বোঝাবুঝির কারণে। অন্যদিকে যে মানুষটি তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে, ঘটনাচক্রে সেই স্বামীর সঙ্গে বিয়ে ঠিক হয় ফাইজার বড় বোনের। যে কারণে তাদের বিয়ের লগ্নে ওলট-পালট হয়ে যায় পরিবেশন পরিস্থিতি। পরিচালক আদিফ হাসানের লেখা এই গল্পই অন্যান্য নাটক থেকে ‘পাগলপুর’কে আলাদাভাবে দর্শকের কাছে তুলে ধরছে।
অনেক দিন ধরে অভিনয় করছেন, কিন্তু কোনো অভিনেতার সঙ্গে জুটি গড়ে ওঠেনি। এখন এ নিয়ে আলাদা করে ভাবছেন?
কোনো অভিনেতার সঙ্গে আলাদা করে জুটি করে তোলা নিয়ে কখনও ভাবিনি। সত্যি যে গত কয়েক মাসে আরশ খানের বিপরীতে কাজ বেশি করা হয়ে গেছে। ‘পাগলপুর’ নাটকের আগেও ‘আরও কিছুটা সময়’, ‘তবুও জীবন’, ‘তোমার জন্য মায়া হয়’, ‘অল্প স্বল্প প্রেম’, ‘তুমি ফুলের মতো’, ‘যদি ভালোবাসো’, ‘মেয়েটার ছেলেটা’, ‘শীতল মেঘের প্রেম’, ‘বাবা তুমি পঁচা’, ‘যে ব্যথা অন্তরে’, ‘ভালোবাসা অতঃপর’সহ আরও কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছি। এজন্য হয়তো মনে হতে পারে, আমি এখনও আরশের সঙ্গে কাজে বেশি আগ্রহী। কিন্তু সত্যি এটাই, শুরু থেকেই সবার সঙ্গে কাজ করতে চেয়েছি, এখনও চাই।
তাহলে কী আরশ খানের সঙ্গে আপনার জুটি যে কোনো সময়ে ভেঙে যেতে পারে?
দর্শকের কারণেই জুটি তৈরি হয়েছে। তাদের ভালোলাগাকে নির্মাতারা প্রাধান্য দিয়েছেন বলেই এটা হয়েছে। নিলয়-হিমি, পলাশ-পারসা ইভানা, মুশফিক ফারহান-তানজিন তিশা, ইয়াশ-তটিনী, খায়রুল বাসার-সাদিয়া আয়মান জুটিগুলো গড়ে ওঠার কারণও একই। আমার আগে আরশ সবচেয়ে বেশি কাজ করেছেন তানিয়া বৃষ্টির সঙ্গে। এখনও আরশ-তানিয়া বৃষ্টি জুটি আগের মতোই জনপ্রিয়। এ জুটি ভেঙে যাক– আমিও তা চাই না। তারপর যে যার জায়গা থেকে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করে যাচ্ছি। তাই এটা বলা কঠিন, আগামীতে কার সঙ্গে কার জুটি গড়ে উঠবে কিংবা কোন জুটি ভেঙে যাবে।
অভিনয় নিয়ে আপনার আগামী দিনের ভাবনা কী?
ভালো গল্প আর ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে যেতে চাই। পরিচিতি বা জনপ্রিয়তাকে পুঁজি করে যে কোনো কাজ করা নিয়ে আমার আপত্তি আছে। এককথায়– আমি পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে চাই। এর বাইরে আর কোনো চাওয়া নেই।
- বিষয় :
- তাসনুভা তিশা