ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বহুতল ভবন থেকে পড়ে মালাইকার বাবার মৃত্যু, কী বলছে পুলিশ?

বহুতল ভবন থেকে পড়ে মালাইকার বাবার মৃত্যু, কী বলছে পুলিশ?

মালাইকা অরোরা ও তার বাবা অনিল অরোরা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:১৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:১৯

বহুতল ভবন থেকে পড়ে অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা মারা গেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের বান্দ্রার একটি বিল্ডিংয়ে ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেন তিনি। তখন বাড়িতে ছিলেন না মালাইকা। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সকলে। এসেছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খানও।

এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশের একটি দল। মালাইকার বাবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন মালাইকার বাবা অনিল অরোরা। আজ সকালে যখন এই আত্মঘাতী সিদ্ধান্ত নেন তিনি। তবে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি এখন পর্যন্ত। কেন তিনি এমন আত্মঘাতী হলেন তাও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন অনিল অরোরা। মালাইকার যখন ১১ বছর বয়স, তখন তাঁর মা-বাবা বিবাহবিচ্ছেদ ঘটে। মা জয়সির কাছেই থাকতেন মালাইকা ও তার বোন অমৃতা।

এক সাক্ষাৎকারে নিজেকে মায়ের ঘনিষ্ঠ বলেই জানিয়েছিলেন মালাইকা। তবে বাবার সঙ্গেও সম্পর্ক সহজ হয়ে গিয়েছিল বলে জানান। আরবাজের সঙ্গে যখন দাম্পত্য টিকেছিল, তখন একসঙ্গে তাঁদের প্রায়শই দেখা যেত।

আরও পড়ুন

×