কমলাকে ভোট দিতে চাওয়ায় টেইলরকে সন্তান উপহার দিতে চাইলেন ইলন মাস্ক

ইলন মাস্ক ও টেইলর সুইফট। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৫১
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন পপ তারকা টেইলর সুইফট। এমন কথা জানানোর পরেই সুইফটকে সন্তান উপহার দিতে চেয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক।
বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া এক পোস্টে টেইলর সুইফট কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে তার সমর্থনের কথা জানান। ওই পোস্টে টেইলর সুইফট বলেন, ‘আমি ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজের সমর্থনে আমার ভোট দেব।’
এরপর তিনি বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিনিদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। আমি মনে করি, তিনি অবিচল ও প্রতিভাধর নেতা। আমি বিশ্বাস করি, আমরা এই দেশের জন্য আরও অনেক কিছু অর্জন করতে পারব, যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্তভাবে পরিচালিত হই।’
এদিকে সুইফটের পোস্টের পর মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করেন।
- বিষয় :
- ইলন মাস্ক
- টেইলর সুইফট