ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘জোড়া শালিক’ আসছে বিটিভিতে

‘জোড়া শালিক’ আসছে বিটিভিতে

‘জোড়া শালিক’ ধারাবাাহক নাটকের একটি দৃশ্য

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:০৩

দুই তরুণ-তরুণীর সম্পর্ক দানা বাঁধার গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘জোড়া শালিক’। এক বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, রোববার থেকে রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হবে।

মনির জামানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাজনীন চুমকী, তাহমিনা মৌ, সুষমা সরকার, সাব্বির আহমেদ, অলংকার চৌধুরী, শাহেদ শাহরিয়ার, আমিন আজাদ, আহসান কবির, বিনয় ভদ্র ও আমিরা মণি।

নাটকে দেখা যাবে ঢাকার বেকার দুই তরুণ-তরুণী, যাদের আড্ডা দিয়েই দিন কেটে যায়। ছেলেটার নির্দিষ্ট কোনো থাকার জায়গা না থাকলেও মেয়েটি থাকে ভাইয়ের বাসায়।

এক দিন তারা সিদ্ধান্ত নেয়, দুজনে মিলে রাতের ঢাকা শহুর ঘুরে দেখবে।কিন্তু পথে বের হয়ে বাধে বিপত্তি। কারণ ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল-মানিব্যাগ সব খোয়া যায় তাদের। এভাবেই শুরু হয় জোড়া শালিকের মত এই জুটির পথযাত্রা। প্রতি সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন

×