নতুন সেন্সর বোর্ডের সদস্য হলেন যারা

কোলাজ (সমকাল)
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:২৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:৫৯
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠিত হয়েছে জানিয়ে এক প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রবিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সদস্যদের নাম ঘোষণা করে মন্ত্রণালয়টি।
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫ সদস্যের মধ্যে আছেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
এছাড়াও রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, কাজী নওশাবা আহমেদ (অভিনেত্রী), আশফাক নিপুন, মোহাম্মদ নাজিম উদ্দিন (বিশিষ্ট লেখক), রফিকুল আনোয়ার রাসেল (প্রযোজক ও পরিচালক)।
১৫ সদস্যদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সংক্রান্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর ১৫,০০,০০০০০,২৭,২২.০০১.২২,১৮।
- বিষয় :
- কাজী নওশাবা আহমেদ
- আশফাক নিপুন