দর্শকের কথা মাথায় রেখে কাজ করছি: তৌসিফ

তৌসিফ মাহবুব
বুলবুল ফাহিম
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪০
একটা সময় যিনি মিশে থাকতেন সংগীত আর বাদ্যযন্ত্রের সঙ্গে, ভাগ্যকে দাঁড় করিয়েছেন তিনি অভিনয়শিল্পীদের কাতারে। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শুরু হয়। এক যুগ ক্যারিয়ারে তিল তিল করে নিজেকে গড়েছেন। ছোটবেলায় সংগীতশিল্পী হতে চাওয়া সেই তৌসিফ মাহবুব এখন পুরোদস্তুর অভিনেতা। প্রায় দখল করে আছেন নাটকের আঙিনা।
কাজের ক্ষেত্রে সংখ্যার চেয়ে এখন মানের দিকে বেশি নজর তাঁর। একটা সময় একক নাটকের পেছনে ২-৩ দিন সময় দিলেও এখন কোনো কোনো নাটকের পেছনে ১০ থেকে ১২ দিনও সময় দিয়ে কাজ করেছেন। ফলে প্রায় সবগুলো কাজই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। সেই সঙ্গে ভিউর দিক থেকেও বেশ ভালো। তারই প্রমাণ মিলেছে সম্প্রতি।
একসঙ্গে দুই সুখবর দিয়েছেন তৌসিফ মাহবুব। তাঁর অভিনীত ‘রূপকথা’ ও ‘লাভ সাব’ নাটক দুটির ভিউ যথাক্রমে এক ও দেড় কোটি ছাড়িয়েছে। তৌসিফ জানান, নাটক এখন আগের চেয়ে কিছুটা কম দেখা হচ্ছে; তারপরও নাটকগুলো যে দর্শক টানতে পেরেছে, এটা স্বস্তির বিষয়। সত্যি কথা বলতে, ‘রূপকথা’ নাটকটি আমার সবচেয়ে ভালো কাজের মধ্যে একটি। অনেক কষ্ট করে কাজটি করেছিলাম। এখানে আমার সঙ্গে আছেন কেয়া পায়েল। দু’জনের কম্বিনেশনটাও ভালো ছিল। অন্যসব নাটকের মতো এই নাটকটিও দর্শক সাদরে গ্রহণ করেছেন। এ ছাড়া ‘লাভ সাব’ নাটকে আমার সঙ্গে ছিলেন তানজিম সাইয়ারা তটিনী। এটার জন্যও আমরা প্রচুর শ্রম দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো– কষ্ট করে করার পর যদি দর্শক সেটা গ্রহণ করেন, সেটাই সবচে আনন্দের।
তাঁর কথায় বোঝা গেল, দর্শকের কথা চিন্তা করেই নতুন কোনো নাটকের গল্পে যুক্ত হচ্ছেন তিনি। সেই সঙ্গে দর্শকদের কোনোরকম বার্তা দেওয়া যাবে না সে ধরনের গল্পে কাজ করতে চান না তিনি।
তৌসিফ জানালেন, অনেক কষ্ট করে আমরা একটি কাজ করি। দর্শকও সেটা সময় নষ্ট করে দেখেন। অভিনয়শিল্পী হিসেবে সেখানে আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে। এত কষ্ট করে কাজ করার পর দর্শক যদি কিছু না পায়, সেখানে আমাদের সার্থকতা থাকে না। তাই দর্শকের গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখে কাজ করছি। যে গল্পে দর্শকের জন্য কোনো বার্তা নেই, সে গল্পে কাজ করতে চাই না।
নাটকের পাশাপাশি ওটিটিতে কাজ নিয়ে নিজের ভাবনার কথাও জানান এই অভিনেতা। তাঁর কথায়, ওটিটির কাজ অনেক সাজানো গোছানো ও বড় মাপের। তাই এই প্ল্যাটফর্মের জন্য নিজেকে প্রস্তুত করছি। এ ছাড়া সিনেমা নিয়ে বৃহৎ ভাবনা আছে। ধীরে ধীরে সেখানে প্রবেশ করতে চাই।
গত দুই মাস দেশের পরিস্থিতির কারণে নাট্যাঙ্গনের কাজে কিছুটা ভাটা পড়েছিল। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কাজেও ফিরছেন অনেকে। রাজনৈতিক কারণে শিল্পীদের মধ্যে বিভাজন না রাখার পক্ষে শুরু থেকেই ছিল তৌসিফের অবস্থান। তাঁর কথায়, আমরা কাজে ফিরে আবারও আগের মতো পরিবেশটা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের এখন কাজে ফেরা দরকার। কারণ, কাজ বন্ধ থাকার কারণে হয়তো আমাদের মতো কয়েক জনের সেভাবে খুব একটা সমস্যা না হলেও অনেকেরই কিন্তু সমস্যা হবে। একটা ইউনিটে অনেক মানুষ থাকেন, প্রোডাকশন বয় থেকে শুরু করে লাইটম্যান, মেকআপম্যানসহ অনেকেই। তারা অর্থনৈতিক সমস্যায় পড়লে আমাদেরও ক্ষতি। আমাদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ থাকা উচিত নয়। সবাই মিলে অভিনয় অঙ্গনের জন্য কাজ করার মূল লক্ষ্য হওয়া উচিত বলেও জানালেন তিনি।
- বিষয় :
- তৌসিফ মাহবুব
- নাটক
- অভিনয়