ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিরোনামহীনের ‘নিঃশব্দপুর’ কেমন সাড়া ফেললো

শিরোনামহীনের ‘নিঃশব্দপুর’ কেমন সাড়া ফেললো

শিরোনামহীন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:১৮

শিরোনামহীনের নতুন অ্যালবামের তৃতীয় গান ‘নিঃশব্দপুর’ সম্প্রতি প্রকাশ হয়েছে। গতকাল সন্ধ্যা নাগাদ এটি শুনে ফেলেছেন প্রায় সাড়ে ছয় লাখ শ্রোতা।

এর আগে ‘বাতিঘর’ ও ‘জানে না কেউ’ নামে দুটি গান প্রকাশের পর নতুন এ গান প্রকাশ করল ব্যান্ডটি। গানটি প্রসঙ্গে এর গীতিকার ও সুরকার জিয়াউর রহমান বলেন, ‘এ গানের মধ্য দিয়ে আমি চেয়েছি আমাদের শ্রোতাদের এমন একটা শহরে নিয়ে যেতে, যেখানে গেলে তাদের যাবতীয় মানসিক চাপ দূর হবে। শহরটির নাম নিঃশব্দপুর। কল্পনার এমন একটি শহর সবার থাকুক, যেখানে গেলে মানুষের পারিবারিক চাপ, সামাজিক চাপ সবকিছু মিলে যখন সে ভালো নেই, তখন যেন নিঃশব্দপুরে সময় কাটাতে পারে। গানের মাধ্যমে যদি কাউকে প্রশান্তি এনে দিতে পারি, এটাই তো অনেক বড় পাওয়া।’

জিয়াউর রহমানের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল শেখ ইশতিয়াক। গানটিতে বেইজ ও সেলো বাজিয়েছেন জিয়া। বোধার্ন, সরোদ, বাঁশি বাজানোর পাশাপাশি ব্যাক ভোকাল হিসেবে ছিলেন কাজী আহমেদ শাফিন। সায়মন চৌধুরী বাজিয়েছেন পিয়ানো। সুদীপ্ত সিনহা দীপু বাজিয়েছেন গিটার ও গিটালেলে। কয়্যার ভয়েজ দিয়েছেন কলকাতার শিল্পী সংবর্তিকা বন্দ্যোপাধ্যায়।

জিয়াউর রহমান আরও বলেন, ‘নিঃশব্দপুর গানটি শ্রোতারা শুনছেন, এটা আমাদের জন্য খুব ইনস্পায়ারিং। আমরা তো শ্রোতাদের জন্যই গান বানাই। সে চাওয়া পূরণ হচ্ছে, তাই আনন্দিত এবং শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা।’ 

আরও পড়ুন

×