ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ভারতে রাতদখলে মেয়েদের মদ্যপান, মন্ত্রীর বিরোধিতা করে যা বললেন মমতাশঙ্কর

ভারতে রাতদখলে মেয়েদের মদ্যপান, মন্ত্রীর বিরোধিতা করে যা বললেন মমতাশঙ্কর

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৩০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৩০

সম্প্রতি ভারতের একটি রাজ্যের মন্ত্রী সেদেশের মেয়েদের মদ্যপানের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, রাতে যেন কোনোভাবেই নারীরা মদ পান না করে। তার দাবি, ‘রাতদখল কর্মসূচিতে গিয়ে মেয়েরা রাস্তায় মদ্যপান করছেন।’ পরবর্তীতে ওই মন্ত্রীর নিজের বিধানসভা এলাকায় রাতে মেয়েদের মদ পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেন তিনি। এরই প্রেক্ষিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কথা বলতে শুরু করেছেন। ওই মন্ত্রীর কার্যক্রম ও মন্তব্যের বিরোধিতা করেছেন ভারতীয় বাঙালি নৃত্যশিল্পী মমতাশঙ্কর।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ‘‘এই শিল্পীর মতে, এভাবে মেয়েদের মদ্যপান আটকানো যাবে না। তিনি বলেন, ‘যখন আমরা নিষেধাজ্ঞা জারি করি, তখন সেই কাজ লুকিয়ে করার প্রবণতা বাড়ে। আজকে যে সমস্ত মেয়ে দোকানে গিয়ে মদ কিনছেন, তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলে তারা মদ্যপান কী বন্ধ করবেন! বরং, এমন কিছু হলে তারা লুকিয়ে মদ্যপান করবেন। নিজে না কিনতে পারলে অন্যকে দিয়ে কিনে আনবেন।’’

তিনি আরও বলেন, ‘মদ্যপান বন্ধ করলেই কি নারীসুরক্ষায় বড় কোনো উন্নতি ঘটানো সম্ভব? আমি সেটা মনে করি না। তবে এমন ফতোয়া এক সময় জারি করা হতো ইসলামিক দেশগুলোতে। সেখানেও কি মদ্যপান বন্ধ করা সম্ভব হয়েছে! তা হলে আমাদের মতো দেশেই বা কী করে বন্ধ করা সম্ভব?’

তিনি চারপাশের ঘটনায় বিরক্তি প্রকাশ করে বলেন, ‘মেয়েদের কী করা উচিত বা করা উচিত নয়, বিষয়টা সে ভাবে বিচার না করে, আমার মনে হয়, যে কোনো সভ্য দেশে নারী-পুরুষ নির্বিশেষে মানুষের কি করণীয় সেটা ভেবে দেখা উচিত। মেয়েরা মদ্যপান করবে না, এটা যেমন আমি মানি না। তেমনই এটাও মনে করি, স্বাধীনতার অর্থ মদ্যপান করা নয়। আর সেটা শুধু মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এছাড়া প্রকাশ্যে রাস্তায় মদ্যপান করাটাও শোভন নয়। তাই রাস্তায় মদ্যপান আমার কাছে অত্যন্ত কুরুচিকর এবং অন্যায়। তবে সকলকেই মাথায় রাখতে হবে, আমার স্বাধীনতা যেন অন্যের বিরক্তির কারণ না হয়ে ওঠে।’

আরও পড়ুন

×