রণবীরকে বিয়ে করেও কি গুপ্তচরের কাজ করতে হয়, যা বললেন আলিয়া

রণবীর কাপুর ও আলিয়া ভাট- সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৫১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:১০
আড়াই বছর হলো বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। যদিও দীর্ঘ সময়ের আলাপ শেষে এই সিদ্ধান্তে আসেন তারা। আলিয়ার সঙ্গে বিয়ের আগে রণবীরের প্রেমজীবন নিয়ে চর্চা ছিল সর্বত্র। বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘বাচনা এ হাসিনো’ ছবির শুটিংয়ের সময় রণবীর এবং দীপিকার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে, দীর্ঘদিন পর সম্পর্কে ইতি টেনেছিলেন দুই তারকা। এই প্রসঙ্গে দীপিকা জানিয়েছিলেন, তার সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় ক্যাটরিনার সঙ্গেও প্রেম করছিলেন রণবীর! তৃতীয় ব্যক্তিকে সম্পর্কে নিয়ে এসে রণবীর নাকি দীপিকাকে ঠকিয়েছিলেন।
২০১০-২০১৬, ছ’বছর সম্পর্কে থাকার পর ক্যাটরিনার সঙ্গেও বিচ্ছেদ হয় রণবীরের। এর মাঝেও অবশ্য মাহিরা খান, নার্গিস ফাখরিসহ অন্য অভিনেত্রীদের সঙ্গেও প্রেমের গুঞ্জন শোনা যায় রণবীরের নামে। এসব বিষয়ে ইঙ্গিত করেই সম্প্রতি জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কাপিল শর্মা তার শো-তে প্রশ্ন করে বসেন আলিয়াকে। যদিও প্রসঙ্গটি ওঠে আলিয়ার সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা একটি সিনেমার চরিত্রকে কেন্দ্র করে।
জানা যায়, ‘আলফা’ ছবিতে গুপ্তচরের একটি চরিত্রে দেখা যাবে আলিয়াকে। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে মোটামুটি গোয়েন্দাগিরিতে পাকা হয়ে উঠেছেন এই অভিনেত্রী। ছবিটির প্রমোশনে জনপ্রিয় কাপিল শর্মার শো-তে গেলে স্বামীর ওপর কখনও গোয়েন্দাগিরি করতে হয় কি-না প্রশ্ন ওঠে। তখন একবাক্যে আলিয়া বলেন, ‘কখনও এমন সুযোগ আসেনি যে, তেমন কিছু করতে হবে।’
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী আলিয়া ভাট খুব ছোট থেকেই রণবীরকে বিয়ে করতে চাইতেন। শেষমেষ সেই মনোবাসনা পূরণও হয়েছে অভিনেত্রীর। বলিউডের অন্যান্য অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক হলেও শেষ পর্যন্ত আলিয়ার সঙ্গে ঘর বাধেন রণবীর। তার প্রাক্তন প্রেমিকারা বিভিন্ন সময় প্রকাশ্যে তাকে নিয়ে নানা মন্তব্য করলেও বরাবরই চুপ থেকেছেন রণবীর। এদিকে রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে শুধু সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় আলিয়ার। তবে আলিয়া সিদ্ধার্থের জীবনে থাকাকালীন রণবীরের সঙ্গে বিয়ের বাসনার কথা জানান। তারপর রণবীরও সেই প্রস্তাবে রাজি হলে শুভ প্রণয় হয় দুজনের।
- বিষয় :
- আলিয়া ভাট
- রণবীর কাপুর
- বলিউড
- বলিউড তারকা
- তারকা দম্পতি