প্রথম দিনে ‘দেভারা’র আয় ১৩৫ কোটি রুপি!

জুনিয়র এনটিআর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৫২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৫২
দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর অভিনীত সিনেমা ‘দেভারা’। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এটি। আর মুক্তি পেয়েই রীতিমত বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ৭৬ কোটি রুপি আয় করেছে!
এরমধ্যে তেলুগু থেকে ৬৮.৬ কোটি, হিন্দি ৭ কোটি, কন্নড় থেকে ৩০ লক্ষ টাকা, তামিল থেকে ৮০ লক্ষ টাকা এবং মালায়ালম থেকে ৩০ লক্ষ টাকা আয় করেছে। মুক্তির প্রথম দিনে ‘দেভারা’র মূল আয়ই ছিল তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। যেখান থেকে প্রায় ৭৯.৫৬% আয় করেছে ছবিটি।
ছবিতে জুনিয়র এনটিআরের অভিনয় সত্যিই প্রশংসনীয়। তবে পরিচালক কোরাতলা শিভা চিত্রনাট্যের ফাঁকফোকর ভরাট করতে পুরোপুরি মন না দিলেও অভিনেতা সেই কাজটি করে ফেলেছেন। বিশেষ করে আয়ুধা পূজা গানে এবং একটি বিয়ের দৃশ্যে অভিনেতার অভিনয় ব্যাপক প্রশংসনীয় হয়েছে। তবে ছবিতে দ্বৈত চরিত্রে থাকা বাবা-ছেলের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে, ছেলের চরিত্রে এনটিআর এর অভিনয়ে কিছুটা খামতি ছিল।
এনটিআর ছাড়াও ভৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়েছে সাইফ আলী খান। খলনায়কে চরিত্রে ছবিতে অনেকটাই উতরে গেছেন এই তারকা। এছাড়াও জাহ্নবীকে দেখা গেছে জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে। দক্ষিনী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও বেশ ভালো করেছেন। তবে সব কিছুর পরেও সিনেপ্রেমীরা বলছেন, গল্পটা আরও ভালো হতে পারতো৷
এনটিআর আর্টস এবং যুবসুধা আর্টসের ব্যানারে কোসারাজু হরি কৃষ্ণ ও সুধাকর মিক্কিলিনেনি ছবিটি প্রযোজনা করেছেন। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবিটি।
- বিষয় :
- জুনিয়র এনটিআর
- সিনেমা
- অভিনয়