ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এখনকার নাটকে কোনো বৈচিত্র্য নেই: স্বাগতা

এখনকার নাটকে কোনো বৈচিত্র্য নেই: স্বাগতা

জিনাত শানু স্বাগতা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪ | ১৫:২৯ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ | ১৬:১২

সংগীত পরিচালক, সংগীত শিক্ষক খোদা বক্স শানু রাজধানীর সিদ্ধেশ্বরীতে  ‘আনন্দম সংগীতাঙ্গন’ গানের স্কুল প্রতিষ্ঠা করেন চার দশক আগে। ২০১৪ সালে মারা যান তিনি। বাবা স্মৃতিকে চিরজাগরূক রাখতে তাঁর হাতে গড়া এ প্রতিষ্ঠানটির কার্যক্রম নতুন আঙ্গিকে শুরুর পরিকল্পনা করছেন মেয়ে অভিনেত্রী ও মডেল জিনাত শানু স্বাগতা। আর ভাড়া ভবন নয়, বারিধারার নিজস্ব ভবনে চলবে এর কার্যক্রম; এমনটিই জানিয়েছেন তিনি। এ উদ্যোগের সঙ্গে তাঁর ভাই সন্ধি ও বোন সভ্যতাও রয়েছেন। 

স্বাগতা বলেন, ‘বাবা স্মৃতিকে চিরস্মরণীয় রাখতেই ‘আনন্দম সংগীতাঙ্গন’ নতুন করে চালু করতে যাচ্ছি। স্কুলটি নিয়ে বাবা অনেক স্বপ্ন দেখতেন। এবার এর কার্যক্রম পরিচালিত হবে আনন্দম ফাউন্ডেশনের মাধ্যমে। স্কুল পরিচালনার সঙ্গে আমার ভাইবোনও থাকছেন। গান, অভিনয়, বাদ্যযন্ত্র, নাচ, ছবি আকাঁসহ অনেক কিছুই শেখানো হবে এখানে। বাবার সময় যারা শেখাতেন সেই ওস্তাদরা থাকবেন শিক্ষা কার্যক্রম পরিচালনায়। এখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, নতুন বছরের শুরুতে স্কুলটি চালু করতে পারব।’

এ সময় অভিনয় নিয়েও ব্যস্ত স্বাগতা। সম্প্রতি ‘দুই বোন’ নাটকে অভিনয় করেছেন তিনি। এতে  তাঁকে কালো মেয়ের চরিত্রে দেখা যাবে। গায়ের বর্ণ কালো বলে তাঁর বিয়ে হয় না। এ নিয়ে নানা বিড়ম্বনায় পড়েন তিনি।  নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সৌম্য নজরুল। পুবাইলে এর দৃশ্যধারণ হয়েছে। 

এতে অভিনয় প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘এখনকার নাটকের গল্প ঘুরেফিরে একই রকম। চরিত্রেও কোনো বৈচিত্র্য নেই। এ ধরনের নাটকে অভিনয় করলে কাউকে কিছু জানাতেও ইচ্ছা করে না। ‘দুই বোন’ নাটকের গল্প অসাধারণ। আশা করছি, স্যাড গল্পের নাটকটি দর্শকের ভালো লাগবে।’

জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেল অথবা ইউটিউবে প্রকাশ হবে। 

স্বাগতা আরও বলেন, ‘অনেক দিন পর নাটকের কাজ করেছি। মাঝে ছাত্র-জনতার আন্দোলনের কারণে অভিনয় থেকে বিরতিতে ছিলাম। আবারও কাজে ফিরেছি।’ রনি খানের পরিচালনায় ‘মায়া নেকড়ে’ নামে একটি নাটকেও তাঁকে দেখা যাবে। এ ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত পালা নাটক ‘বনের মেয়ে পাখি’ নাটকে পাখি চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন স্বাগতা।  

নাটকে অভিনয়ের পাশাপাশি বিটিভিতে চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনা করছেন তিনি। টিভিতে কাজের পাশাপাশি ওয়েব মাধ্যমের কাজেও ব্যস্ত সময় কাটছে তাঁর। নতুন একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এ বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ তিনি।

আরও পড়ুন

×