ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শখের গাড়ি নিলামে তুললেন জোলি

শখের গাড়ি নিলামে তুললেন জোলি

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ১৩:০০

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তাঁর সংগ্রহে থাকা ভিনটেজ ১৯৫৮ ফেরারি নিলামে তুলবেন। খবর হিন্দুস্তান টাইমসের। আগামী মাসে প্যারিসে হবে এই নিলাম। নিলামের জন্য তিনি ক্রিস্টি’স অকশন হাউসকে বেছে নিয়েছেন। এটিকে ‘এক্সেপশনাল সেল’ বলা হচ্ছে নিলাম প্রতিষ্ঠানটির তরফ থেকে। ২০ নভেম্বর বসবে নিলামের আসর।

ধারণা করা হচ্ছে, ১২-সিলিন্ডার, ২৪০-হর্সপাওয়ারের ইঞ্জিনের ১৯৫৮ ফেরারি ২৫০ জিটি গাড়িটি প্রায় ৮ থেকে সাড়ে ১০ কোটি টাকায় বিক্রি হতে পারে। গাড়িটি ১৪, ১৬ এবং ২০ নভেম্বর ক্রিস্টি’সের প্যারিস শোরুমে রাখা হবে সর্বসাধারণের দেখার জন্য। এর পরেই নিলামে উঠবে এই গাড়ি। 

এদিকে ব্যক্তিজীবনে ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ নিয়ে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট কয়েক বছর ধরে লড়ছেন। অবশেষে সব অভিযোগ তুলে নিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোলি। পাশাপাশি ব্র্যাড পিটকেও লড়াই শেষ করার অনুরোধ করেছেন তিনি।

সিনেমায় কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন জোলি ও ব্র্যাড পিট। দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের। স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন জোলি। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হলেও পরস্পরের বিরুদ্ধে মামলা চলছে দীর্ঘদিন। অবশেষে গত ২৫ সেপ্টেম্বর আদালতে মামলা তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন। 

আরও পড়ুন

×