ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাপ্পা মজুমদারের ‘শহরের চোখ’

বাপ্পা মজুমদারের  ‘শহরের চোখ’

বাপ্পা মজুমদার

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪ | ১৬:৩৫ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ | ১৭:৪২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ প্রকাশ পাচ্ছে বাপ্পা মজুমদারের নতুন একক গান ‘শহরের চোখ’। আতিউর রহমানের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার নিজেই। আজ রাত ৮টায় তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ আয়োজন নিয়ে বাপ্পা বলেন, ‘প্রতিটি উৎসবে ভক্ত-শ্রোতাদের বাড়তি কিছু প্রত্যাশা থাকে। সে প্রত্যাশা পূরণেই এই আয়োজন। স্বকীয়তা ধরে রেখেই কিছুটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। তাই আশা করছেন, অনুরাগীদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতার গানটি ভালো লাগবে।’

এদিকে ‘বিউটিফুল ভয়েজেস’-এর পর আরেকটি নিরীক্ষাধর্মী সংগীতায়োজন শুরু করেছেন বাপ্পা মজুমদার। যেখানে শ্রোতাদের থাকছে গজল আঙ্গিকের বাংলা গান। কণ্ঠশিল্পী গালিব হাসান নিয়ে তাঁর গজল আঙ্গিকের প্রথম গান ‘অনুভব’ শিগগিরই অনলাইনে প্রকাশ পাবে। নতুন এই প্রজেক্ট ছাড়াও বাপ্পা তাঁর ইউটিউচ চ্যানেলে ধারাবাহিক প্রকাশ করে যাচ্ছেন বহুল আলোচিত একক কনসার্ট ‘অডিসি’-এর গানগুলো।

চলতি বছর ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল ‘অডিসি’ শিরোনামে কনসার্টটি। গানের ভুবনে বাপ্পার তিন দশকের পথ-পরিক্রমাকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন করা হয়েছিল। যেখানে এই শিল্পীর একক, দ্বৈত, মিশ্র অ্যালবামের পাশাপাশি ব্যান্ড দলছুট এবং সিনেমায় গাওয়া ও সুর করা জনপ্রিয় কিছু গান নতুনভাবে পরিবেশিত হয়েছিল।

পুরো আয়োজনটি যা দারুণ সাড়া ফেলেছিল দর্শক-শ্রোতার মাঝে। তাই সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণে এই কনসার্টের গানগুলো নতুন করে নিজ ইউটিউব চ্যানেলে প্রকাশ করে যাচ্ছেন বাপ্পা। একই সঙ্গে ব্যান্ড দলছুটের ষষ্ঠ অ্যালবাম ‘সঞ্জীব’-এর পর ধারাবাহিকভাবে মৌলিক একক গান ও নিরীক্ষাধর্মী কাজগুলোর প্রকাশনা অব্যাহত রেখেছেন। চলতি বছর ‘বিউটিফুল ভয়েজেস’-এর দ্বিতীয় সিজনের গান প্রকাশের পরিকল্পনাও রয়েছে নন্দিত এই শিল্পী ও সংগীত পরিচালকের।

আরও পড়ুন

×