কাল থেকে জমবে শিল্পকলা প্রাঙ্গণ

ময়ূর সিংহাসন-এর একটি দৃশ্য
নন্দন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ১৩:২৫
সীমিত পরিসরে আবার উন্মুক্ত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা ও মহড়া কক্ষ। এমন সিদ্ধান্তের কথা জানান একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। কাল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ থিয়েটার মঞ্চায়ন করবে হাসির নাটক ‘সী-মোরগ’। আসাদুল্লাহ ফরাজীর রচনায় এটি নির্দেশনা দিয়েছেন হুমায়ূন কবীর। ওই দিন নাটকটির ৩০১তম প্রদর্শনী হবে। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। এ ছাড়া ১২ অক্টোবর আরণ্যক নাট্যদলের ‘ময়ূর সিংহাসন’ ও ১৩ অক্টোবর এথিকের ‘রাজদ্রোহী’ নাটকের মঞ্চায়ন হবে শিল্পকলায়।
শিল্পকলায় টানা দুই মাস শিল্পকলায় বন্ধ ছিল নাটক প্রদর্শনী। দীর্ঘ বিরতির পর নাটক মঞ্চায়নের খবরে নাট্যপ্রেমীদের অনেকেই আনন্দ প্রকাশ করেছেন।
বাংলাদেশ থিয়েটারের দলনেতা খন্দকার শাহ আলম বলেন, “৫ আগস্টেরও অনেক আগে থেকে শিল্পকলা একাডেমি বন্ধ। সংস্কৃতি অঙ্গনে এক ধরনের শূন্যতা বিরাজ করছিল। নবনিযুক্ত ডিজির প্রতি ধন্যবাদ জানাই। দায়িত্ব গ্রহণের পর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে তিনি শিল্পকলা একাডেমি সংস্কৃতিকর্মীদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। শিল্পকলা বন্ধ থাকলে সংস্কৃতিকর্মীদের মধ্যে হতাশা আরও বাড়ত।”
আরণ্যক নাট্যদলের সদস্য অপু মেহেদী বলেন, ‘সবসময় আমরা মঞ্চে ফিরতে চেয়েছি। নানা কারণে তা হচ্ছিল না। বেশ বিরতির পর মঞ্চে আমাদের দলের ‘ময়ূর সিংহাসন’ নাটকটি মঞ্চায়ন হবে। আবারও শিল্পকলায় নাট্যকর্মীদের ভিড় হবে। গতকাল থেকে দলের নিজস্ব মহড়াকক্ষে মহড়া শুরু করেছি। সীমিত পরিসরে হলেও শিল্পকলার মঞ্চে প্রদর্শনী শুরু হয়েছে। এটি বেশ আশার কথা। আশা করছি, শিগগিরই শিল্পকলার মঞ্চে পুরোদমে নাটক মঞ্চায়ন শুরু হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টেজ ম্যানেজার ফজলে রাব্বি সুকর্ণ বলেন, ‘আগামীকাল শুক্রবার থেকে শিল্পকলায় টানা তিন দিন নাটক প্রদর্শনী হবে। পরের সপ্তাহে মাত্র দুই দিন নাটকের দলের কাছ থেকে আবেদন পেয়েছি। হল খোলার সিদ্ধান্ত হয়েছে দুই দিন হয়েছে। আশা করছি, শিগগিরই নাট্যদলগুলোর কাছ থেকে আরও বেশি আবেদন পাব’।
বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বিভিন্ন কক্ষে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সেনাসদস্যরা অবস্থান করছিলেন। এ কারণে ৫ আগস্ট পরবর্তী সময় থেকে জাতীয় নাট্যশালার ৩টি মিলনায়তন, ৬টি মহড়া কক্ষ, সেমিনার কক্ষ, আর্কাইভ কক্ষ সাংস্কৃতিক সংগঠনের অনুকূলে বরাদ্দ প্রদান করা সম্ভব হয়নি।
গত সোমবার সকালে শিল্পকলা একাডেমি কর্তাদের সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল এবং ১ ও ২ নম্বর কক্ষ নাটক ও মহড়ার জন্য আগামীকাল ১১ অক্টোবর থেকে সীমিত পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হল ও মহড়া কক্ষ বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার পাশাপাশি বিরাজমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সভায়।
জাতীয় নাট্যশালার মূল হল, নাটক মঞ্চায়নের জন্য বিবেচ্য নাট্যদলকে ১ শিফটে একটি প্রদর্শনী করার জন্য বরাদ্দ দেওয়া হবে। নাট্যশালার মূল গেটে দর্শক প্রবেশের জন্য নাটক প্রদর্শনীর ২ ঘণ্টা পূর্বে খুলে দেওয়া হবে। হল বরাদ্দ ব্যতীত জাতীয় নাট্যশালার মূল গেট খোলা হবে না।
মূল গেট দিয়ে কেবল বরাদ্দ প্রাপ্ত সংগঠনের সদস্য, মহড়া কক্ষ ব্যবহারকারী সংগঠনের সদস্য, শিল্পকলা একাডেমির স্টাফ, সেনাসদস্য এবং টিকিট/আমন্ত্রণপত্র প্রদর্শনীসাপেক্ষে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। সাংবাদিকগণ অফিস পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ব্যবহারের জন্য নাট্য-সংগঠনগুলো অনলাইনে আবেদন করতে পারবেন।
- বিষয় :
- নাটক
- মামুনুর রশিদ