ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মা ছাড়া সব উৎসবই কষ্টের: বাপ্পী

মা ছাড়া সব উৎসবই কষ্টের: বাপ্পী

বাপ্পী চৌধুরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ১৯:০২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ | ১৯:০৬

সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু হয়েছে। সবার মতো শোবিজ তারকারাও এ উৎসব ঘিরে আনন্দ উদযাপন করে থাকেন। ব্যতিক্রম নন চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও। তাবে এখনকার পূজা পূজা উৎসবে ছোটবেলার মত মজা করতে পারেন না তিনি।

বাপ্পী চৌধুরী জানান, ‘পূজা এলেই অন্যরকম এক আনন্দ কাজ করে। চারদিকে ঢাকের দোল। তবে আগের মতো মণ্ডপে মণ্ডপে অন্য আট-দশজন সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে, বন্ধুদের সঙ্গে হইহুল্লুড় করতে পারি না। কারণ, পূজা মণ্ডপে যাওয়া মানেই আমাকে ঘিরে বাড়তি জটলা তৈরি হয়। বলা চলে, পূজা উদযাপনের চিত্রটা এখন অনেকটাই লুকিয়ে।’

ছোটবেলার স্মৃতি মনে করে বাপ্পী বলেন, ‘ছোটবেলার পূজা অনেক মজার ছিল। কমপক্ষে এক মাস আগে থেকেই প্রস্তুতি নিতাম। তখন অনেক হইচই আর আড্ডা দিতাম। সকালে বের হয়ে অঞ্জলি নিতাম। আবার সন্ধ্যাবেলায় বের হয়ে আবার নাচানাচি, মাস্তি। শেষ করে আবার সারারাত বিভিন্ন মণ্ডপ ঘুরতাম। ভোরে বাসায় আসতাম। এভাবে চলত পূজার চার দিন। ’

বাপ্পী বলেন, ‘আগে তো শুধু নারায়ণগঞ্জ থাকতাম না, নরসিংদী, কখনও কুমিল্লায় চলে যেতাম। এখন পূজা মানে অনেক দায়িত্ব বেড়ে যাওয়া। তারপরও পূজা আসে খুশির খবর নিয়ে। চেষ্টা করি বছরে এই চারটি দিন উৎসবের আমেজে কাটানো। তবে এবার রাজধানীর ঢাকেশ্বরী, কলাবাগান, বনানীর বিভিন্ন মণ্ডপ ঘোরার ইচ্ছে আছে।’

চলতি বছরই মাকে হারিয়েছেন বাপ্পী। মায়ের কথা মনে করে কষ্টের সুরে তিনি বললেন, ‘এবারই প্রথম মাকে ছাড়া পূজা উদযাপন করতে হচ্ছে। মা চলে যাওয়ার পর আমার জীবনটাও পাল্টে গেছে। মাকে ছাড়া কোনো উৎসবে উপস্থিত হওয়ার মতো কষ্ট মনে পৃথিবীতে আর কিছু নেই। প্রতিবার সবার জন্য শান্তি প্রার্থনা করি। সবার মঙ্গল হোক।’

আরও পড়ুন

×