সাক্ষাৎকার
দিন শেষে খারাপের মাঝেও আমাদের হাসতে হয়: চমক

রুকাইয়া জাহান চমক
বুলবুল ফাহিম
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪ | ১৯:৪০ | আপডেট: ২১ অক্টোবর ২০২৪ | ২০:১১
রুকাইয়া জাহান চমক। অভিনেত্রী ও মডেল। অভিনয়জীবনের চার বছর হতে চলেছে তাঁর। এরই মধ্যে বিজ্ঞাপনচিত্র, ছোট পর্দা ও ওটিটিতে অভিনয় করে নিজের জায়গা পাকা করেছেন। সম্প্রতি নিজের কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।
নতুন কী কী কাজ করছেন?
আগের কিছু নাটকের কাজ বাকি ছিল, সেগুলো করছি। আরও কিছু কাজের বিষয়ে কথা চলছে। কিছু ওয়েব কনটেন্ট নিয়েও কথা হচ্ছে। এগুলো নিয়ে এগোচ্ছি। এখন দেশের পরিস্থিতি অন্যরকম। একদিন যেতে না যেতেই দেশে এমন কিছু ঘটনা ঘটছে যে, আগের দিনের কথা আমাদের মনে থাকছে না। আমরা তো বিনোদন অঙ্গনে কাজ করি। আমাদের কাজই হলো মানুষকে বিনোদন দেওয়া। দিন শেষে খারাপের মাঝেও আমাদের হাসতে হয়। তাই এসবের মধ্যেই কাজ করার চেষ্টা করছি।
নতুনদের বিপরীতে বেশি অভিনয় করছেন মনে হচ্ছে...
নন্দিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ভাই সবার সঙ্গেই কিন্তু কমবেশি আমার কাজ করা হয়েছে। তাদের অনেকেই এখন নাটক কম করছেন। বেশি করছেন ওটিটি কনটেন্ট। তাই নাটকে এখন তরুণ মুখই বেশি। বলতে পারেন গল্পের চাহিদা অনুযায়ী নতুন মুখের সঙ্গে কাজ করছি। আর নতুনরাও কিন্তু দারুণ, ভালোও করছে।
এখন কোন ধরনের গল্পকে বেশি প্রাধান্য দিচ্ছেন?
আগে তো ছোট ছিলাম। তখন ভিউকেই প্রাধান্য দিতাম বেশি। মানে যে গল্পে ভিউ হবে সে ধরনের গল্পই করতাম। এখন আর সে ধরনের গল্পে কাজ করার মানে দেখি না। দর্শকের কাছে আমার একটা পরিচিতি রয়েছে। অভিনেত্রী হিসেবে একটা জায়গা তৈরি হয়েছে। কাজটাও গুরুত্ব সহকারে করার চেষ্টা করছি। সেই জায়গা থেকে বার্তা বিশেষ গল্পকেই বেশি প্রাধান্য দিচ্ছি।
বর্তমানে শুটিং কম থাকায় বিনোদন অঙ্গনের কর্মীদের আর্থিক ক্ষতির কথা বলেছেন। আপনার কেমন মনে হয়?
এটা অবশ্যই সত্য। সরকার পতনের পর অনেক ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। এসব করতে গিয়ে আমাদের অঙ্গনে কাজেও একটা স্থবির অবস্থা ছিল। সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারছি। কিছু জায়গা থেকেও খবর পাওয়া যাচ্ছে অনেকেই সমস্যার মধ্যে আছে। যাদের ব্যাংক ব্যালেন্স নেই, কিছুদিন পর তাদের বাসা ভাড়া দেওয়াই মুশকিল হয়ে যাবে। আমি চাই আবার সেই স্থিতিশীল পরিবেশ ফিরে আসুক।
শিল্পীদের কি রাজনৈতিক ট্যাগ থাকা উচিত?
শিল্পীদের রাজনৈতিক ট্যাগ থাকা উচিত নয়। তারা দেশের সব মানুষের। কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়েছে গেছে। দেশের রাজনৈতিক ট্যাগ ব্যববহার করে তারা অনেক সুযোগ নিয়েছেন। শিল্পীদের মধ্যে এমন কিছু থাকা আদৌ উচিত নয়। তাই এটিকেও পুনর্গঠন করা দরকার।
বৈষম্যবিরোধী আন্দোলনের পর অনেকেই দেশকে অনেকভাবে সাজানোর কথা বলছেন। আপনার চাওয়া?
বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। যেখানে জনগণ চাইলেই সরকারের যে কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে। এ ছাড়াও সরকার ব্যবস্থা, রাষ্ট্র গঠন সবকিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবেন।
- বিষয় :
- রুকাইয়া জাহান চমক